ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

বিশ্বের বড় দুই বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

২০২৫ জানুয়ারি ২৩ ১০:২৭:৫৩
বিশ্বের বড় দুই বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় দুটি বাজার, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এ রপ্তানি বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের শেষদিকে, উক্ত বাজারগুলোতে রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য ইতিবাচক সংকেত।

ইউরোস্ট্যাট এবং ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বরে ইইউতে বাংলাদেশ থেকে ১৫৩ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ বৃদ্ধি। যুক্তরাষ্ট্রে ৬১ কোটি ডলারের রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই মাসের তুলনায় ৪১ শতাংশ বেশি।

রপ্তানিকারকরা জানান, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে মূল্যস্ফীতি বেড়ে গিয়ে এই বাজারগুলিতে চাহিদা কমে গিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সরকারী উদ্যোগের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসার ফলে ক্রয়াদেশ বৃদ্ধি পায়।

এছাড়া, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে ১ হাজার ৯৮৮ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ১৩ দশমিক ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইইউতে রপ্তানি বৃদ্ধির পাশাপাশি, চীনের তুলনায় বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ পোশাক রপ্তানিকারক হিসেবে উঠে এসেছে, ইইউতে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি ১ দশমিক ৮৫ শতাংশ হয়েছে।

এছাড়া, যুক্তরাষ্ট্রে নতুন সম্ভাবনার কথা উঠে এসেছে, বিশেষ করে চীনের প্রতি শুল্ক আরোপের কারণে অনেক ক্রেতা চীন থেকে ক্রয়াদেশ সরিয়ে বাংলাদেশে আনছে।

এভাবে, বাজারের অবস্থান উন্নত হওয়া এবং রাজনৈতিক স্থিতিশীলতার প্রেক্ষিতে রপ্তানি বৃদ্ধি পেতে পারে, এমন আশাবাদী মন্তব্য করেছেন উদ্যোক্তারা।

কেএইচ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে