ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আইএমএফের চতুর্থ কিস্তির ঋণ পিছিয়ে যাওয়ার পেছনের কারণ

২০২৫ জানুয়ারি ২২ ১৮:৫৭:৪৮
আইএমএফের চতুর্থ কিস্তির ঋণ পিছিয়ে যাওয়ার পেছনের কারণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে চতুর্থ কিস্তির ঋণ ছাড়ের বিষয়টি আগামী ৫ ফেব্রুয়ারি আইএমএফের নির্বাহী পর্ষদের সভায় আলোচনা হওয়ার কথা ছিল, তবে সেটি পিছিয়ে ১২ মার্চ নির্ধারণ করা হয়েছে। এই পরিবর্তনের কারণ হিসেবে আইএমএফের কার্যক্রম প্রাকৃতিক দুর্যোগের কারণে এক মাস বন্ধ থাকার কথা জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত এক মাস আইএমএফের কার্যক্রম বন্ধ থাকার পর তাদের পর্ষদ সভার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এর ফলে চতুর্থ কিস্তির ঋণ ছাড়ে কিছুটা সময়ের শিফট আসবে। তবে, বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যে, বর্তমানে বাজারের কাছাকাছি এসে ডলারের দাম ছাড়ানোর বিষয়ে আইএমএফের চাপের অনেকটাই কার্যকর হয়েছে।

আইএমএফের চতুর্থ কিস্তি ঋণ ছাড়ের শর্তগুলোর মধ্যে রয়েছে, এনবিআরের রাজস্ব আদায় বৃদ্ধি এবং ডলারের বাজারে মুক্ত ছাড়। যদিও এনবিআরের এক সূত্র জানিয়েছে, রাজস্ব আদায় বৃদ্ধির জন্য ইতোমধ্যে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ কারণে এই শর্তে কোনো সমস্যা হবে না।

এছাড়া, আইএমএফের ৪৭০ কোটি ডলারের চলমান ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশ আরও ৭৫ কোটি ডলার বাড়ানোর অনুরোধ জানিয়েছিল। আইএমএফও এ বিষয়ে রাজি হয়েছে, তবে এ জন্য কঠোর শর্তগুলো পূরণ করতে হবে, যার মধ্যে কর আদায় এবং নীতি গ্রহণকারী সংস্থার আলাদা করা অন্তর্ভুক্ত রয়েছে।

ডিসেম্বর ২০২৪-এ আইএমএফের মিশনপ্রধান ক্রিস পাপাজর্জিও এক সংবাদ সম্মেলনে জানান, ৬৪ কোটি ৫০ লাখ ডলারের চতুর্থ কিস্তি ঋণ ছাড়ের বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ঐকমত্যে পৌঁছানো হয়েছে। তবে, এই ঋণ ছাড়ের জন্য রাজস্ব আয় বৃদ্ধি এবং কমিশন গঠনসহ কিছু শর্ত পূরণ সাপেক্ষে আইএমএফের নির্বাহী পর্ষদ সভায় চূড়ান্ত অনুমোদন আসবে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে