ঢাকা, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

শেখ হাসিনার ‘নিশি রাতের ভোট’ নিয়ে অনুসন্ধান চালাবে দুদক

২০২৫ জানুয়ারি ২২ ১৯:৪৩:১৫
শেখ হাসিনার ‘নিশি রাতের ভোট’ নিয়ে অনুসন্ধান চালাবে দুদক

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার ‘নিশি রাতের ভোট’ নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার করে দিনের ভোট রাতে করার অভিযোগ অনুসন্ধানে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের কাছে এই তথ্য জানান।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ওই নির্বাচনে, আওয়ামী লীগ ৩০০ আসনের মধ্যে ২৫৭টি আসন পেয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করেছেন শেখ হাসিনা।

দুদকের মহাপরিচালক বললেন, নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান করা হবে। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়ম এবং অভিযোগ যেমন— দিনের ভোট রাতের মধ্যে পরিবর্তন, ব্যালট জালিয়াতি, কিছু কেন্দ্রে ৯০ শতাংশ ভোট গণনার দাবি এবং ব্যাপক আর্থিক লেনদেনের তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এছাড়া, দুদকের কাছে কিছু অভিযোগও জমা পড়েছে।

অভিযোগ অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের তত্ত্বাবধানে সরকারি কর্মকর্তাদের সাথে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সমন্বয় ঘটিয়ে এসব অনিয়ম ঘটানো হয়েছে।

অভিযোগে তৎকালীন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাভেদ পাটোয়ারী, সাবেক ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক র‍্যাবপ্রধান ড. বেনজির আহমেদ, এবং বিভিন্ন জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আরও অনেক কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে।

দুদক মহাপরিচালক আরও জানান, অভিযোগের তদন্তের জন্য একটি পাঁচ সদস্যের টিম গঠন করা হয়েছে। এই টিম বিভিন্ন ভিডিও এবং দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, নির্বাচনের ফলাফল শিট পরীক্ষা করে প্রতিবেদন প্রস্তুত করবে।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে