ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Sharenews24

অটোচালক ভজনের সঙ্গে সাইফ আলী খানের মুলাকাত

২০২৫ জানুয়ারি ২২ ১৭:০৬:০৬
অটোচালক ভজনের সঙ্গে সাইফ আলী খানের মুলাকাত

নিজস্ব প্রতিবেদক : সাইফ আলী খান ও অটোচালক ভজন সিং রানার কাহিনীটি একটি বিশেষ ঘটনার ওপর ভিত্তি করে। এক রাতে সাইফ আলী খান আহত হয়ে দ্রুত চিকিৎসার জন্য লীলাবতী হাসপাতালে পৌঁছানোর প্রয়োজন ছিল। সে সময় বাড়ির কোনো গাড়ি প্রস্তুত ছিল না, তাই সাইফ অটোরিকশায় চড়ে হাসপাতালে পৌঁছান। অটোচালক ভজন সিং রানার কাছ থেকে কোনো ভাড়া নেননি এবং দ্রুত সাইফকে হাসপাতালে নিয়ে যান।

এই ঘটনার পর, সাইফ আলী খান হাসপাতাল থেকে ছাড় পাওয়ার পর ভজনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানান। সাইফ তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানান, এবং সাইফের মা শর্মিলা ঠাকুরও ভজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভজনের এই উদারতা এবং মানবিকতা সবার মধ্যে প্রশংসিত হয়েছে, এবং সাইফ আলী খান তাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান।

কেএইচ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে