ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

সাইফ আলি খানকে হাসপাতালে নেওয়া চালককে পুরস্কার

২০২৫ জানুয়ারি ২১ ১৮:৪২:৩১
সাইফ আলি খানকে হাসপাতালে নেওয়া চালককে পুরস্কার

নিজস্ব প্রতিবেদক: গত বুধবার রাতে মুম্বাইয়ের বান্দ্রা লিঙ্কিং রোডে এক অস্বাভাবিক ঘটনা ঘটে। ভারতের জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খান গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী কারিনা কাপূর খান ও সন্তান তৈমুরের সঙ্গে বাসার কাছেই একটি অটোচালকের কাছে সাহায্য চান। সাইফ আলি খান সাদা কুর্তায় রক্তে মাখা অবস্থায় অটোচালক ভজন সিং রানার কাছে পৌঁছান এবং তাকে দ্রুত একটি হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করেন।

ভজন সিং রানা ছিলেন খুবই সাহসী এবং তার প্রতিক্রিয়া ছিল অবিশ্বাস্য। তিনি সাইফ আলি খানকে কোনও বিল না চেয়ে দ্রুত লীলাবতী হাসপাতালে নিয়ে যান, যেখানে সাইফকে চিকিৎসা দেওয়া হয়। তার এই সততা এবং সাহসিকতার জন্য ভজন সিং রানাকে প্রশংসা জানানো হয়েছে।

ফাইজান আনসারি নামের এক সমাজকর্মী ভজন সিং রানাকে ১১ হাজার রুপি পুরস্কৃত করেছেন। এই পুরস্কার তাকে দেওয়া হয় তার সাহসিকতা এবং দুর্দিনে অন্যকে সাহায্য করার জন্য। ভজন সিং রানা বলেছেন, “তখন আমি ভাবিনি যে আমি এমন বড় কোনো তারকাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমার একমাত্র লক্ষ্য ছিল সাইফ আলি খানকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া, তাই ভাড়ার কথা মাথায় আসেনি।”

কিছুদিনের চিকিৎসার পর সাইফ আলি খান সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং মনে করা হচ্ছে, তিনি হয়তো ভবিষ্যতে ওই অটোচালকের জন্য একটি ব্যক্তিগত পুরস্কার ঘোষণা করবেন।

এ ঘটনায় সাইফ আলি খানের প্রতি ভজন সিং রানার অবিশ্বাস্য নিষ্ঠা এবং কর্তব্য পালন এক নতুন উদাহরণ সৃষ্টি করেছে।

কেএইচ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে