ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

'আয়নাঘরে' সাজ বদল, নষ্ট গুমের আলামত

২০২৫ জানুয়ারি ২১ ১১:৩৪:৫০
'আয়নাঘরে' সাজ বদল, নষ্ট গুমের আলামত

নিজস্ব প্রতিবেদক : ২১ জানুয়ারি, ২০২৫: গুম তদন্ত কমিশনের প্রতিবেদন অনুসারে, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি), যা ‘আয়নাঘর’ নামে পরিচিত, সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট করা হয়েছে। গত বছরের ৫ আগস্টের পর এই প্রমাণাদি মুছে ফেলা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৫ আগস্টের পর ডিজিএফআই সদর দপ্তরের ইন্টারোগেশন সেলে কাঠামোগত পরিবর্তন করা হয়, দেয়ালে নতুন রং করা হয়, যেখানে বন্দিদের লেখা বিভিন্ন নোট ছিল।

কমিশনের দাবি, তাদের পরিদর্শনের আগের দিনও কিছু প্রমাণ নষ্ট করা হয়। এমনকি পরিদর্শনের সময় দেয়ালে ভেজা রং দেখা গেছে। এতে তড়িঘড়ি করে অপরাধ আড়াল করার চেষ্টা স্পষ্ট হয়।

কমিশন আরও দাবি করেছে, ডিজিএফআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল মুহাম্মদ ফয়জুর রহমান, যিনি গত বছরের অক্টোবর মাসে বদলি হন, তার মেয়াদে এই ধরনের প্রমাণ নষ্টের ঘটনা ঘটে। তিনি দাবি করেন, তার মেয়াদের আগের অপরাধে তার কোনো সম্পর্ক ছিল না, তবে প্রতিবেদনে তার ভূমিকা ব্যক্তিগত স্বার্থে পরিচালিত পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনার শাসনামলে নিরাপত্তা বাহিনীর মধ্যে দায়মুক্তির সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে এবং এ ধরনের অসহযোগিতার প্রবণতা গত ১৫ বছর ধরে অব্যাহত ছিল।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে