ঢাকা, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
Sharenews24

সাংবাদিকদের প্রশ্নে অস্বস্তিতে অর্থ উপদেষ্টা

২০২৫ জুলাই ২৯ ১৫:৫৭:৪৭
সাংবাদিকদের প্রশ্নে অস্বস্তিতে অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দিয়েছে—বিষয়টি নিয়ে দেশে-বিদেশে আলোচনার ঝড় বইছে। কিন্তু এই অর্ডার বিষয়ে সরকার পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য না আসায় উদ্বেগ ও জল্পনা বাড়ছে। বিশেষ করে অর্থনৈতিক ব্যয় ও প্রতিফল সম্পর্কে এখনো অন্ধকারে রয়েছে সাধারণ মানুষ।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকরা অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ-এর কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বোয়িং নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি।

সাংবাদিকরা জানতে চান, বোয়িং কেনার অর্থনৈতিক হিসাব, এর মাধ্যমে বাণিজ্য ঘাটতি পূরণের সম্ভাবনা কিংবা যুক্তরাষ্ট্র থেকে আরও কী কী পণ্য আসবে। এর উত্তরে অর্থ উপদেষ্টা শুধু বলেন,“আরও আছে, ওই প্যাকেজ নিয়ে গেছে, কী কী কিনতে হবে।”

তবে তিনি সামরিক সরঞ্জাম কিনবে কিনা—এমন প্রশ্নে বলেন,“সেটা আমি বলবো না, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনকে জিজ্ঞেস করুন।”

বিশ্লেষকদের মতে, বোয়িংয়ের মতো উচ্চমূল্যের প্রকল্পে ব্যয়ের স্বচ্ছতা ও পরিকল্পনার পরিষ্কার তথ্য না থাকাটা উদ্বেগজনক। একদিকে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার সংকট চলমান, অন্যদিকে বড় অঙ্কের আন্তর্জাতিক ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা না থাকলে এটি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বৈঠকে চট্টগ্রামে বন্ধ থাকা জলিল টেক্সটাইল মিলসের ৫৪.৯৯ একর জমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের প্রস্তাবও আলোচনায় আসে। তবে অর্থ উপদেষ্টা জানিয়েছেন,

“আমরা প্রতীকী মূল্যে জমি দেবো না। এখন থেকে সেই বিষয়টা এড়িয়ে চলব। যারা জমি নিতে চায়, তারা যেন তার যথাযথ মূল্য দেয়। কারণ প্রতীকী মূল্যে যারা নেয়, তারা অনেক সময় সঠিকভাবে ইউটিলাইজ করে না।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে