ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিএসইসির নতুন কমিশনার হলেন মো. সাইফুদ্দিন

২০২৫ জুলাই ২৯ ১৮:১৬:১১
বিএসইসির নতুন কমিশনার হলেন মো. সাইফুদ্দিন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইফুদ্দিন। তিনি বর্তমানে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে আজ মঙ্গলবার (২৯ জুলাই) এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন সিনিয়র সহকারী সচিব ফারজানা জাহান।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুযায়ী, মো. সাইফুদ্দিনকে চার বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, তিনি এই নিয়োগের শর্ত হিসেবে অন্যান্য পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা ত্যাগ করবেন। তাঁর বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।

উল্লেখ্য, সাবেক কমিশনার ড. এটিএম তারিকুজ্জামান ২০২3 সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর থেকে এ পদটি শূন্য ছিল। প্রায় ১০ মাস পর সেই শূন্য পদে নতুন নিয়োগ এলো।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে