ঢাকা, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
Sharenews24

দুই কোটি পরিবারকে টাকা দিচ্ছে চীন

২০২৫ জুলাই ২৯ ১৬:১২:২১
দুই কোটি পরিবারকে টাকা দিচ্ছে চীন

নিজস্ব প্রতিবেদক: চরম জনসংখ্যা সংকটে পড়া চীন সরকার জন্মহার বাড়াতে এবার জাতীয় পর্যায়ে প্রথমবারের মতো নগদ ভর্তুকি কর্মসূচি চালু করেছে। তিন বছরের কম বয়সী প্রতিটি শিশুর জন্য বছরে ৩,৬০০ ইউয়ান (প্রায় ৫০০ মার্কিন ডলার বা ৪০ হাজার টাকা) করে নগদ সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

এই কর্মসূচি বাস্তবায়িত হলে প্রায় ২ কোটি পরিবার সরাসরি উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে। নতুন এই ভর্তুকি পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি পরিবার সর্বোচ্চ ১০,৮০০ ইউয়ান পর্যন্ত সহায়তা পাবে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, এই নীতি ২০২৪ সালের জানুয়ারি থেকে কার্যকর হিসেবে গণ্য হবে। ফলে ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে জন্ম নেওয়া শিশুরাও আংশিক সহায়তা পাওয়ার যোগ্য হবে।

চীন প্রায় এক দশক আগে ‘এক-সন্তান নীতি’ বাতিল করলেও, জন্মহার আশানুরূপ বাড়েনি। বরং বয়সভিত্তিক ভারসাম্যহীনতা ও শ্রমশক্তি সংকট চীনের অর্থনীতিকে কঠিন অবস্থার দিকে ঠেলে দিয়েছে।

২০২৪ সালে দেশটিতে জন্ম হয়েছে মাত্র ৯৫ লাখ ৪০ হাজার শিশু, যা আগের বছরের তুলনায় সামান্য বৃদ্ধি পেলেও জনসংখ্যা হ্রাসের ধারা অব্যাহত রয়েছে।

বর্তমানে চীনের জনসংখ্যা ১৪০ কোটির কাছাকাছি, তবে দ্রুত বার্ধক্যের দিকে এগিয়ে চলেছে এই বিশাল জনগোষ্ঠী, যা সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে।

চীনের কিছু প্রদেশে জন্মহার বাড়াতে ইতিমধ্যেই নগদ সহায়তা কার্যক্রম চালু রয়েছে। উদাহরণস্বরূপ:

হোহোট শহর: তিন সন্তান থাকলে প্রতিটি সন্তানের জন্য ১ লাখ ইউয়ান পর্যন্ত ভর্তুকি দেওয়া হচ্ছে।

শেনইয়াং শহর: তৃতীয় সন্তানের বয়স তিন বছরের নিচে হলে পরিবারকে প্রতি মাসে ৫০০ ইউয়ান করে সহায়তা দেওয়া হচ্ছে।

বেইজিং: স্থানীয় প্রশাসনগুলোকে বিনামূল্যে প্রাক-প্রাথমিক শিক্ষাব্যবস্থা চালুর পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছে।

চীনের ইউওয়া পপুলেশন রিসার্চ ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে, চীনে একটি শিশুকে ১৭ বছর বয়স পর্যন্ত বড় করতে গড়ে খরচ হয় ৭৫,৭০০ মার্কিন ডলার। এই উচ্চ খরচই অনেক দম্পতির জন্য সন্তান নেওয়ার নিরুৎসাহের অন্যতম কারণ হয়ে উঠেছে।

জনসংখ্যা বিশ্লেষকদের মতে, শুধুমাত্র ভর্তুকি নয়, পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, মাতৃত্বকালীন সুবিধা ও কর্মক্ষেত্রে নারীবান্ধব নীতিমালা কার্যকর না হলে এই সংকট থেকে সহজে মুক্তি পাওয়া কঠিন হবে।

প্রতি শিশুর জন্য বছরে ৩,৬০০ ইউয়ান নগদ সহায়তা

২০২২-২৪ সালে জন্ম নেওয়া শিশুরাও অন্তর্ভুক্ত

২ কোটি পরিবার এই কর্মসূচির আওতায়

শিশু প্রতিপালনে ব্যয়: ৭৫,৭০০ মার্কিন ডলার

চীনের জন্মহার ২০২৪ সালেও হ্রাস পেয়েছে

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে