ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

আচরণবিধি ও প্রচারে আসছে পরিবর্তন: নতুন সুপারিশ

২০২৫ জানুয়ারি ২১ ১০:৫৮:৪৩
আচরণবিধি ও প্রচারে আসছে পরিবর্তন: নতুন সুপারিশ

নিজস্ব প্রতিবেদক : ২০২৫ সালের জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনগুলোর আচরণবিধি ও প্রচারে বড় ধরনের পরিবর্তন আসছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী, নির্বাচন কমিশন (ইসি) নতুন কিছু পরিবর্তন আনতে কাজ শুরু করেছে। তবে সুপারিশগুলো বাস্তবায়নের সময়সূচি এখনো নির্ধারিত হয়নি।

প্রধান সুপারিশগুলো:

ব্যানার, তোরণ, ও পোস্টারের পরিবর্তে লিফলেট ব্যবহার: প্রচারণায় লিফলেট ব্যবহারের উপর গুরুত্ব দেয়া হয়েছে, যা নির্বাচনী পরিবেশে আরো পরিবেশবান্ধব হতে পারে।

ভোটারদের সাথে প্রার্থীদের মুখোমুখি হওয়া: নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের ভোটারদের সাথে সরাসরি কথা বলার সুযোগ সৃষ্টি করতে বলা হয়েছে।

পত্রিকা ও সরকারি গণমাধ্যমে বিজ্ঞাপন ও প্রচারের সম-সুযোগ: পত্রিকা এবং সরকারি গণমাধ্যমে সমান সুযোগ দেয়ার প্রস্তাব দেয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা বিধান: সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারণা পরিচালনা করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার নির্বাচনগুলোকে নির্দলীয় করতে আইন সংশোধন করা এবং নির্বাচনী ব্যবস্থা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর ভূমিকা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

এছাড়া, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সুপারিশগুলোও গুরুত্ব পাচ্ছে, যেমন একটি স্থায়ী ‘স্থানীয় সরকার কমিশন’ গঠন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা।

নির্বাচন কমিশনের দায়িত্ব হল এই সুপারিশগুলোর বাস্তবায়ন করা, যাতে নির্বাচন ব্যবস্থাকে আরো নির্ভুল ও দুর্নীতিমুক্ত করা যায়। কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার জানিয়েছেন যে, নির্বাচনের দুর্নীতি রোধে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়া হয়েছে, যাতে দুর্বৃত্তদের নির্বাচন থেকে দূরে রাখা যায়।

এই সুপারিশগুলোর পরিপ্রেক্ষিতে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। নির্বাচন কমিশন ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে এবং দ্রুত এসব সুপারিশ বাস্তবায়নে পদক্ষেপ নিতে কাজ শুরু করেছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে