ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

হজ ও ওমরাহ যাত্রীদের জন্য শাহজালাল বিমানবন্দরের বিশেষ নির্দেশনা

২০২৫ জানুয়ারি ২০ ১৮:৩৯:৪০
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য শাহজালাল বিমানবন্দরের বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সৌদি আরবের নতুন নির্দেশনা অনুসারে হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে সৌদি আরব যাওয়ার যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা নেওয়া বাধ্যতামূলক হবে।

এ নির্দেশনা অনুযায়ী, যাদের সৌদি আরবে ভ্রমণ করার পরিকল্পনা রয়েছে, তাদের ১০ দিনের মধ্যে মেনিনজাইটিসের টিকা নিতে হবে এবং সেই টিকার সনদ সঙ্গে রাখতে হবে। এক বছরের নিচে শিশুদের জন্য এই টিকা নেওয়া বাধ্যতামূলক নয়, তবে গত তিন বছরের মধ্যে যারা এই টিকা নিয়েছেন, তাদের পুনরায় টিকা নিতে হবে না।

এছাড়া, করোনা, ইনফ্লুয়েঞ্জা, পীতজ্বর এবং পোলিওর টিকা নিয়েও যাত্রীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষত পাকিস্তান, নাইজেরিয়া, আফগানিস্তান, অ্যাঙ্গোলা, কঙ্গো, ব্রাজিল এবং নাইজেরিয়া থেকে আসা যাত্রীদের জন্য কিছু নির্দিষ্ট টিকা বাধ্যতামূলক।

এছাড়া, শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) সংক্রান্ত সতর্কতা জারি করেছে এবং যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন নিয়মাবলী মেনে চলতে বলা হয়েছে, যেমন মাস্ক ব্যবহার এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার।

কেএইচ/

পাঠকের মতামত:

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর



রে