ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

বনানীতে সিএনজি চালকদের সড়ক অবরোধ, যানজটে চরম ভোগান্তি

২০২৫ জানুয়ারি ২০ ১৫:৩০:২২
বনানীতে সিএনজি চালকদের সড়ক অবরোধ, যানজটে চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে সিএনজিচালকদের সড়ক অবরোধের কারণে উত্তরা-কাকলী থেকে মহাখালীগামী রোডে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ২০ জানুয়ারি দুপুরে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশাচালক ঐক্য পরিষদের চালকরা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সদর দপ্তরের সামনে সড়ক অবরোধ করেন।

অবরোধের কারণে মহাখালীগামী সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে, যার ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। সিএনজিচালকরা তাদের বিভিন্ন দাবির পক্ষে এ প্রতিবাদ জানাচ্ছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, ২০০৭ সালে ঢাকা মেট্রোর জন্য অনুমোদিত সিএনজি অটোরিকশাগুলোর রেজিস্ট্রেশন প্রদান, দুর্ঘটনায় মৃত্যুবরণকারী চালকদের জন্য ক্ষতিপূরণ, ট্রেড ইউনিয়নের অধিকার, প্রশাসনের হয়রানি বন্ধ করা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ ও বিধিমালা ২০২৩-এর শ্রমিক স্বার্থবিরোধী ধারাগুলি বাতিল করার দাবি।

ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের এক ফেসবুক পোস্টে জানানো হয়েছে, সিএনজিচালকরা তাদের দাবির সমর্থনে বনানী বিআরটিএ অফিসের সামনে অবস্থান করছেন এবং এর ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে