ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বুকে ব্যথা নিয়ে সিসিইউতে লুৎফুজ্জামান বাবর

২০২৫ জানুয়ারি ২০ ১৮:১২:৫২
বুকে ব্যথা নিয়ে সিসিইউতে লুৎফুজ্জামান বাবর

নিজস্ব প্রতিবেদক : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর গত ২০ জানুয়ারি, সোমবার, রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন বুকে ব্যথা অনুভব করার পর। তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার একান্ত সহকারী মির্জা হায়দার আলী জানিয়েছেন, সকালে তার ইকো পরীক্ষা করা হয়েছে এবং অন্যান্য পরীক্ষাও চলছে।

এছাড়া, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাবরকে দেখতে হাসপাতালে যান এবং চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানেন। ইউনাইটেড হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক কায়সার নুসরুল্লাহ খানের অধীনে চিকিৎসা চলছে।

গত ১৯ জানুয়ারি, বাবর গুলশানের বাসায় বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য, ১৬ জানুয়ারি তিনি দীর্ঘ ১৭ বছর পর সব মামলা থেকে খালাস পেয়ে কারামুক্ত হন।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে