ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

২ কোটি ৫০ লাখ শেয়ার হস্তান্তর, গন্তব্য পাবলিক মার্কেট!

২০২৫ জানুয়ারি ২০ ১৫:৩৫:৫৬
২ কোটি ৫০ লাখ শেয়ার হস্তান্তর, গন্তব্য পাবলিক মার্কেট!

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের এক উদ্যোক্তা পরিচালক পূর্ব ঘোষণা অনুযায়ী উপহারের শেয়ার হস্তান্তর করেছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কাছে ১১ কোটি ৪০ লাখ ৮৫ হাজার ৩৯৪টি শেয়ার ছিল। এর মধ্যে থেকে তিনি তার ছেলে সালেহীন মুশফিক সাদাফ এবং মেয়ে সাদমান সাইকা সেফাকে (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) মোট দুই কোটি ৫০ লাখ শেয়ার উপহার হিসেবে প্রদান করেছেন।

স্টক একচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে গিয়ে তিনি এই লেনদেন সম্পন্ন করেছেন। এর আগে ১৩ জানুয়ারি শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছিলেন এই উদ্যোক্তা পরিচালক।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আলোচ্য ২ কোটি ৫০ লাখ শেয়ারের শেষ গন্তব্য হযতো হবে পাবলিক মার্কেট। কারণ যিনি উপহার দিয়েছেন, তিনি উদ্যোক্তা পরিচালক। শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে নিয়ম মোতাবেক তাকে ঘোষণা দিতে হয়।

কিন্তু যারা শেয়ার পেলেন, তারা সাধারণ শেয়ারহোল্ডার। এই শেয়ার বিক্রি করার ক্ষেত্রে তাদের কোন ঘোষণা দিতে হবে না। তারা যে কোন সময় শেয়ারগুলো বাজারে বিক্রি করতে পারবেন।

তবে বিষয়টি অন্য রকমও হতে পারে। যারা শেয়ার পেলেন, তাদের হয়তো ২ শতাংশ শেয়ার নেই। পিতার কাছ থেকে শেয়ার নিয়ে ২ শতাংশ কোটা পূরণ করে তারাও হয়তো কোম্পানিটির পরিচালক হবেন।

তবে বাজার সংশ্লিষ্টরা অভিযোগ করছেন, উদ্যোক্তা পরিচালকরা তাদের শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করার কৌশল হিসাবে এভাবে শেয়ার হস্তান্তর করেন। উদ্যোক্তা পরিচালকদের এই অপকৌশল বন্ধ করার লক্ষে নিয়ন্ত্রক সংস্থার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক। কারণ মন্দা বাজারেও উদ্যোক্তা পরিচালকরা যাতে দেদারছে শেয়ার বিক্রির উৎসবে মেতে উঠতে না পারেন, সেজন্য কার্যকর মনিটরিং থাকাজরুরী।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে