ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

নেতৃত্ব বাছাইয়ে যে বার্তা দিলেন তারেক রহমান

২০২৫ জানুয়ারি ২০ ১৮:২৫:৩১
নেতৃত্ব বাছাইয়ে যে বার্তা দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনের বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের উন্নয়ন এবং মেরামতের জন্য মেধাবী এবং পরিশ্রমী নেতৃত্ব বাছাইয়ের ওপর গুরুত্ব আরোপ করা উচিত।

২০ জানুয়ারি, সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজের সদস্যপদ নবায়ন করেন।

এ সময় তারেক রহমান বলেন, “বিএনপিকে সংগঠিত করে দেশ মেরামত করতে হবে এবং এই কাজে মেধাবী এবং পরিশ্রমীদের সামনে আনতে হবে।” তিনি আরও উল্লেখ করেন, গুম-খুন এবং নির্যাতনের পরও বিএনপি তার অবস্থান বজায় রেখেছে এবং দেশের প্রতিটি সেক্টরে যে ঝড় বয়ে গেছে, তার পরেও দলের নেতাকর্মীরা টিকে আছেন।

তিনি বলেন, "বিএনপি দমে যায়নি, দলের শত-শত নেতাকর্মী খুন-গুমের শিকার হয়েছেন, তবু দল টিকে আছে।"

এদিকে, সদস্যপদ নবায়ন অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করেন এবং স্লোগান নির্ভর রাজনীতির পরিবর্তে বুদ্ধিবৃত্তিক রাজনীতির চর্চা প্রয়োজন বলে মন্তব্য করেন। তিনি বলেন, “রাষ্ট্র মেরামত করতে হলে বুদ্ধিবৃত্তিক রাজনীতির বিকাশ ঘটানো প্রয়োজন।”

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে