ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
Sharenews24

কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে পাঁচ মিনিট ধরে চিঠি লিখলেন দীপু মনি

২০২৫ জানুয়ারি ২০ ১৮:০৭:৩৩
কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে পাঁচ মিনিট ধরে চিঠি লিখলেন দীপু মনি

নিজস্ব প্রতিবেদক : ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ঢাকার সিএমএম আদালতে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির উপস্থিতির সময় একটি অস্বাভাবিক ঘটনা ঘটে। তিনি আদালতে হাজির হয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন এবং সেখানে তিনি প্রায় পাঁচ মিনিট ধরে একটি চিঠি টিস্যু পেপারে লিখছিলেন। এ সময় তার হাতে ছিল একটি টিস্যু পেপার, এবং তিনি তার ডান হাতে কলম ব্যবহার করে তাতে কিছু লিখতে শুরু করেন। চিঠিটি লেখা শেষে তিনি সেটি তার আইনজীবীর হাতে তুলে দেন, যিনি পরবর্তীতে চিঠিটির ছবি তোলেন।

এ ঘটনা আদালতের নিয়মবিধি ভঙ্গের দিকে ইঙ্গিত করে, কারণ আদালতের অনুমতি ছাড়া আসামি কোনো চিঠি লিখতে বা তা অন্য কারো কাছে হস্তান্তর করতে পারেন না। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর, ওমর ফারুক ফারুকী বলেন, "একজন আসামি আদালতের হেফাজতে থাকে এবং আদালতের অনুমতি ছাড়া কোনো চিঠি লেখা বা হস্তান্তর করা যাবে না।"

এছাড়া, দীপু মনি এই চিঠি লেখার পর কিছু সময় জুনাইদ আহ্‌মেদ, সালমান এফ রহমানসহ অন্যান্যদের সঙ্গে কথা বলছিলেন, কিন্তু তার এই আচরণ আদালতের নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না।

উল্লেখযোগ্য যে, দীপু মনি যাত্রীবাড়ী থানার দুটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে আদালতে হাজির হন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে