ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

৪০ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

২০২৫ জানুয়ারি ২০ ১৮:২০:০৬
৪০ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়া, কুয়ালা তেরেঙ্গানু রাজ্য থেকে জানা গেছে যে, মালয়েশিয়া মোট ৪৬ জন অবৈধ অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে, যাদের মধ্যে ৪০ জন বাংলাদেশি। এই অভিবাসীদের বেশ কয়েকটি অভিযানে আটক করা হয়েছিল এবং মালয়েশিয়ার অভিবাসন আইন অনুসারে তাদের কালো তালিকাভুক্ত করে ফেরত পাঠানো হয়।

ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নূর জানান, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১ এবং ২ দিয়ে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। আটককৃতদের মধ্যে ৪০ জন বাংলাদেশি পুরুষ, ৪ জন ভারতীয় পুরুষ এবং ১ জন সিরিয়ান নারীসহ অন্যান্য অভিবাসী রয়েছে। তাদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে।

এই পদক্ষেপের মাধ্যমে মালয়েশিয়া অভিবাসন নিয়ন্ত্রণে কঠোরতা বজায় রাখছে এবং ভবিষ্যতে এসব ব্যক্তিদের আর দেশে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করছে।

কেএইচ/

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে