ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
Sharenews24

নির্বাচনকে ঘিরে টানা চার দিনের সরকারি ছুটি

২০২৬ জানুয়ারি ২৬ ১৫:৩১:৪৭
নির্বাচনকে ঘিরে টানা চার দিনের সরকারি ছুটি

নিজস্ব প্রতিবেদক: গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটের দিন ছাড়াও আগের দিন সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে নির্বাচনকে কেন্দ্র করে টানা চার দিনের ছুটির সুযোগ পাচ্ছেন বিভিন্ন শ্রেণির কর্মজীবীরা।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, নির্বাচন অনুষ্ঠানের দিন ও তার আগের দিন নির্বাহী আদেশে ছুটি কার্যকর থাকবে। এই সিদ্ধান্ত অনুযায়ী, যেসব দপ্তর ও প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার, সেসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা টানা চার দিনের ছুটি ভোগ করবেন।

এদিকে দেশের শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য অতিরিক্ত সুবিধা হিসেবে ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে শিল্পাঞ্চলের শ্রমিকরা শুক্র-শনিবার বাদ দিয়েও ধারাবাহিক তিন দিনের ছুটি পাবেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুসারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি, যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার, সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি দপ্তর-প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সরকারি ছুটি কার্যকর থাকবে। একই সঙ্গে ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণ সহজ করতে শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে