ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
Sharenews24

ট্রাম্পের দূতের বৈঠকের পর রাফাহ নিয়ে নতুন বার্তা

২০২৬ জানুয়ারি ২৬ ১০:৪১:৪১
ট্রাম্পের দূতের বৈঠকের পর রাফাহ নিয়ে নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক : গাজা যুদ্ধ বন্ধ এবং রাফাহ সীমান্ত পুনরায় চালু নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার। বৈঠকে রাফাহ ক্রসিং পুনরায় চালুর জন্য নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়। খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় সময় রোববার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে নেতানিয়াহুর কার্যালয়।

বিবৃতিতে ইসরাইল জানায়, ফিলিস্তিনি ভূখণ্ডে অবশিষ্ট শেষ ইসরাইলি বন্দির মরদেহ উদ্ধারের অভিযান শেষ হলে গাজার রাফাহ সীমান্ত সীমিত আকারে পুনরায় খুলে দেওয়া হবে। তবে শুরুতে এই সীমান্ত কেবল মানুষের যাতায়াতের জন্যই ব্যবহার করা হবে।

নেতানিয়াহুর কার্যালয় আরও জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির শুরুর দিকেই রাফাহ সীমান্ত খুলে দেওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তা তখন বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

বিবৃতিতে বলা হয়, সব জীবিত বন্দিকে মুক্তি দেওয়া এবং নিহত বন্দিদের মরদেহ উদ্ধার করে ফেরত দিতে হামাসকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে—এই শর্তে রাফাহ সীমান্ত খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাস ইতোমধ্যে সব জীবিত বন্দি এবং একজন নিহত বন্দি (পুলিশ কর্মকর্তা র‍্যান গিভিলি) ছাড়া বাকি সবার মরদেহ ফেরত দিয়েছে বলে জানায় ইসরাইল।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, রোববার উত্তর গাজার একটি এলাকায় র‍্যান গিভিলির মরদেহ উদ্ধারে অভিযান চালানো হয়েছে। সামরিক কর্মকর্তারা বলছেন, গিভিলির সম্ভাব্য অবস্থান সম্পর্কে তাদের কাছে একাধিক গোয়েন্দা তথ্য রয়েছে।

অন্যদিকে, হামাস রোববার এক বিবৃতিতে দাবি করেছে, তারা ‘সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে’ ইসরাইলি সেনার মরদেহের অবস্থান সম্পর্কে তথ্য দিয়েছে এবং যুদ্ধবিরতি চুক্তির সব শর্ত মেনে চলছে।

হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডসের মুখপাত্র বলেন, বন্দির মরদেহ হস্তান্তরের বিষয়টি দ্রুত শেষ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে ইচ্ছাকৃত কোনো বিলম্ব করার পরিকল্পনা তাদের নেই।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে