ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
Sharenews24

সব শিক্ষার্থী কবে বই পাবে জানালেন প্রাথমিক শিক্ষা উপদেষ্টা

২০২৫ জানুয়ারি ১১ ১৭:২৮:০৩
সব শিক্ষার্থী কবে বই পাবে জানালেন প্রাথমিক শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, দেশের প্রাথমিক শিক্ষার্থীদের হাতে জানুয়ারির মধ্যেই বই পৌঁছে দেওয়া হবে। তিনি শনিবার (১১ জানুয়ারি) সকালে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

অধ্যাপক পোদ্দার জানান, বছরের শুরুতেই প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়া হয়েছে। তবে কিছু ক্লাসের বই দেওয়ার প্রক্রিয়া বিলম্বিত হয়েছে, কারণ পরিমার্জন এবং বাইরের একটি টেন্ডার বাতিল করার কারণে তা কিছুটা দেরি হয়েছে। তবে এখন ৪র্থ এবং ৫ম শ্রেণির বইগুলো ছাপানো হচ্ছে এবং সে প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে মনিটরিং করা হচ্ছে।

উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার বিষয়ে অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, কোভিড, পরীক্ষা পদ্ধতি পরিবর্তন এবং বছর শেষে পরীক্ষা না হওয়া ইত্যাদি কারণে অনেক অভিভাবক সন্তুষ্ট না হওয়ায় কিছু শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয় ছেড়ে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে চলে গেছে। এই সমস্যা সমাধানে কাজ চলছে এবং পরীক্ষা পদ্ধতি আবার পরিবর্তন করা হয়েছে। এখন শিক্ষার্থীদের ক্লাসে মূল্যায়ন এবং চার মাস পরপর মূল্যায়ন প্রক্রিয়া চালু করা হয়েছে যাতে অভিভাবকদের প্রত্যাশা পূর্ণ হয়।

এ সময় তিনি আরও বলেন, বর্তমান লক্ষ্য হলো বাচ্চারা যেন পড়াশোনায় ভালো করতে পারে, সেই লক্ষ্যে সমস্ত প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে