ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
Sharenews24

বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে পলাতক আ.লীগ নেতা আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ

২০২৫ জানুয়ারি ১১ ১২:৩৫:০৪
বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে পলাতক আ.লীগ নেতা আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বৃটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের সঙ্গে পলাতক আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী ৫ ডিসেম্বর একটি অনুষ্ঠানে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ কথাবার্তা হয়েছিল, যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। আনোয়ারুজ্জামান চৌধুরী তার পোস্টে জানিয়েছেন, তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

গাইডও ফোকস নামক ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আনোয়ারুজ্জামান চৌধুরী বাংলাদেশে একাধিক হত্যা মামলার আসামি। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। তার সঙ্গে সাক্ষাতের পর, তিনি ৮ ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে লন্ডনে সমাবেশও করেছিলেন।

আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। তিনি বৃটেনে বাস করার সময় যুক্তরাজ্যের নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন।

এছাড়া, সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিভিন্ন বিতর্ক এবং তদন্তের বিষয়ও সামনে এসেছে। বিশেষত, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে, যার মধ্যে রয়েছে তার সঙ্গে আনোয়ারুজ্জামান চৌধুরীর ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ। তবে, টিউলিপ সিদ্দিক এসব অভিযোগ অস্বীকার করেছেন।

এই সাক্ষাৎ এবং এর পরবর্তী ঘটনা, বিশেষত যুক্তরাজ্য আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক এবং বাংলাদেশের রাজনীতির প্রতিক্রিয়া নিয়ে আলোচনা তুঙ্গে রয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে