ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
Sharenews24

প্রতারককে চমকে দিলেন তরুণী, জানুন কী ঘটলো

২০২৫ জানুয়ারি ১১ ১২:১৫:৪৭
প্রতারককে চমকে দিলেন তরুণী, জানুন কী ঘটলো

নিজস্ব প্রতিবেদক: এক তরুণী নতুন ধরনের প্রতারণার ফাঁদে প্রতারককে এমনভাবে চমকে দিয়েছেন যে, ওই ব্যক্তি দ্রুত ফোন কেটে দেন। ঘটনাটি ঘটেছে ভারতের লখনউ শহরে, যেখানে এক অপরিচিত নম্বর থেকে ফোন পেয়ে পুলিশ পরিচয়ে তাকে গ্রেফতারের হুমকি দেওয়া হয়।

প্রতারণার ধরন ছিল ‘ডিজিটাল গ্রেফতারি’ বা ‘ডিজিটাল অ্যারেস্ট’, যেখানে ফোনের মাধ্যমে ব্যক্তির ফোন নম্বরের সঙ্গে জড়িত নানা অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ তুলে পুলিশ এসে তাকে গ্রেফতার করবে বলে বলা হয়। কিন্তু তরুণী আতঙ্কিত না হয়ে, শান্তভাবে প্রতারককে বলেন যে, তিনি বাড়ি আসতেই পারেন তবে খালি হাতে নয়, মোমো নিয়ে আসতে হবে, কারণ তিনি মোমো খেতে খুব পছন্দ করেন এবং রাস্তার পাশের একটি দোকান থেকে মোমো নিয়ে আসতে বলেছিলেন।

প্রতারণাকারী বুঝতে পারেন যে, তার উদ্দেশ্য সফল হবে না, ফলে দ্রুত ফোনটি কেটে দেন। তরুণী সচেতন ছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে, এটি একটি প্রতারণার চেষ্টা। তাই তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করে পুরো ঘটনার তথ্য দেন।

এটি একটি সচেতনতার উদাহরণ, যেখানে তরুণী বুদ্ধিমত্তার সঙ্গে প্রতারকের ফাঁদে না পড়ে, উল্টো তাকে ঘায়েল করে ফেলেন।

কেএইচ/

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে