ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
Sharenews24

জাহাজ রপ্তানির খবরে ওয়েস্টার্ন মেরিনের শেয়ারে আগ্রহ বেড়েছে

২০২৪ ডিসেম্বর ৩০ ১৬:১১:০৩
জাহাজ রপ্তানির খবরে ওয়েস্টার্ন মেরিনের শেয়ারে আগ্রহ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড আগামী ১৪ মাসে ৮টি জাহাজর রপ্তানি করবে। জাহাজ রপ্তানির খবরে কোম্পানিটির শেয়ারের প্রতি আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের। দুই কর্মদিবসেই শেয়ারটির দর ২০ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার লেনদেন শুরুর আগে শেয়ারটির দর ছিল ৬ টাকা ৪০ পয়সা। সোমবার লেনদেন শেষে শেয়ারটির দর হয় ৭ টাকা। অর্থাৎ রোববার শেয়ারটির দর ৬০ পয়সা বা ৯.৩৭ শতাংশ বেড়েছে। আর সোমবার লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৭ টাকা ৭০ পয়সা। আজ শেয়ারটির দর ৭০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। অর্থাৎ দুই দিনে শেয়ারটির দর ১ টাকা ৩০ পয়সা বা ২০ শতাংশ বেড়েছে।

বাংলাদেশের অন্যতম শীর্ষ জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড আগামী ১৪ মাসে অন্তত ৮টি জাহাজ রপ্তানি করবে, যার মধ্যে তিনটি আরব আমিরাতে যাবে। এটি বাংলাদেশের জন্যও একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ দুই বছর পর দেশের প্রথম জাহাজ রপ্তানি হবে। দেশের সর্বশেষ জাহাজ রপ্তানি হয়েছিল ২০২২ সালের সেপ্টেম্বর মাসে।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, আগামী মাসে আরব আমিরাতে "রায়ান" নামের একটি ল্যান্ডিং ক্রাফট জাহাজ রপ্তানি করবে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। এরপর, জুলাই মাসে আরও দুটি এবং ডিসেম্বর মাসে আরেকটি ল্যান্ডিং ক্রাফট জাহাজ রপ্তানি করবে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান জানিয়েছেন, ২০২৫-২০২৬ সালের মধ্যে আরও পাঁচটি জাহাজ বিভিন্ন সময়ে রপ্তানি করার পরিকল্পনা রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের।

এরপর, আরব আমিরাতে দুটি টাগবোট "খালিদ" ও "ঘায়া" রপ্তানি করার পরিকল্পনা করেছে তারা।

পরবর্তীতে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে দুটি অয়েল ট্যাংকার জাহাজ রপ্তানি করা হবে। ক্রেতা প্রতিষ্ঠানের কাছ থেকে ক্রয় আদেশ পেয়ে ইতোমধ্যে জাহাজ নির্মাণের কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

এছাড়া, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিএ) কাছে দুটি যাত্রীবাহী জাহাজ "এমভি রুপসা" এবং "এমভি সুগন্ধা" হস্তান্তর করবে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।

২০১০ থেকে ২০১৭ সালের মধ্যে ৩১টি জাহাজ রপ্তানি করে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। একই সময়ে, দেশি ক্রেতাদের জন্য কনটেইনার জাহাজ, অয়েল ট্যাংকার, টাগবোটসহ ৫০টি জলযান তৈরি করে প্রতিষ্ঠানটি।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে