ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

সিন্ডিকেট-চাঁদাবাজি দমনের বিষয়ে যা বললেন সারজিস

২০২৪ ডিসেম্বর ২৫ ২২:২২:১৩
সিন্ডিকেট-চাঁদাবাজি দমনের বিষয়ে যা বললেন সারজিস

নিজস্ব প্রতিবেদক: জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম পঞ্চগড়ের তরুণ প্রজন্মের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, যেখানে অন্যায়, সিন্ডিকেট ও চাঁদাবাজি দেখতে পাবেন সেখানে তারা তা উপড়ে ফেলবেন।

বুধবার (২৫ ডিসেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, "তেঁতুলিয়া বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে একদল মানুষ সিন্ডিকেটের মাধ্যমে জনগণের জীবন দুর্বিষহ করে রেখেছে। এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে প্রয়োজনে আমরা আরও রক্ত দেব।"

তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক একটি নিয়োগ পরীক্ষার পূর্বে কিছু লোকের টাকা নিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে, যার কারণে নিয়োগটি বাতিল করতে হয়েছে। তিনি সতর্ক করেন, টাকা এবং সুপারিশের খেলায় যদি এটি চলতে থাকে, তবে তারা একসঙ্গে জোটবদ্ধ হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।

সারজিস আলম সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, পঞ্চগড়ের মানুষের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, কোনো সরকারি অফিসে ১০ টাকা, ১০০ টাকা বা ১০০০ টাকার বিনিময়ে কেউ জনগণের ওপর জুলুম করতে পারবেন না। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে এবং যদি প্রয়োজন হয় তাহলে অভিযোগ নিয়ে তাদের কাছে আসতে আহ্বান করেন।

তিনি আরও যোগ করেন, জনগণের প্রতি দায়িত্বশীল হতে হবে এবং যোগ্য ব্যক্তিদের ভোট দিতে হবে, নচেৎ অযোগ্য লোক ক্ষমতায় এসে অত্যাচার চালাবে। তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে পঞ্চগড়ের উন্নয়নের জন্য উদ্যোগ নিতে আহ্বান জানান, যাতে উত্তরাঞ্চল বৈষম্যের শিকার না হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাবেত আলী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার সফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সানসহ অন্যান্য নেতা।

পঞ্চগড়ের আটোয়ারীতে তিনি উল্লেখ করেন, সেখানে কোনো মিনি স্টেডিয়াম, শিল্প প্রতিষ্ঠান বা ইপিজেড নেই, যা বাস্তবায়নের জন্য তিনি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের প্রতি আবেদন জানান এবং সারের বরাদ্দ বাড়ানোর অনুরোধ করেন।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে