ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

সাবেক দুদক কমিশনার জহুরুলের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০২৪ ডিসেম্বর ২৫ ২১:৪৫:৩৩
সাবেক দুদক কমিশনার জহুরুলের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদ্য সাবেক কমিশনার (তদন্ত) জহরুল হকের পাসপোর্ট বাতিল করে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব কামরুজ্জামানের সই করা একটি চিঠির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

সম্প্রতি জহরুল হকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দেশের কিছু প্রথম সারির গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। যা থেকে অনুসন্ধানের প্রেক্ষাপটে দুদকসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করেছে।

এর আগে গত ২৯ অক্টোবর ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন জহরুল হক। একইসাথে, সংস্থাটির চেয়ারম্যান মুহাম্মদ মইনুউদ্দীন আব্দুল্লাহ এবং অপর কমিশনার আছিয়া খাতুনও পদত্যাগ করেন।

জহরুল হক অবসরপ্রাপ্ত বিচারক। সর্বশেষ তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন তিনি।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে