ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
Sharenews24

তসলিমার ‘লজ্জা’ নিষিদ্ধ করলেন মমতা

২০২৪ ডিসেম্বর ২৫ ১৩:৪৮:৩৫
তসলিমার ‘লজ্জা’ নিষিদ্ধ করলেন মমতা

নিজস্ব প্রতিবেদক: তসলিমা নাসরিনের নাটক ‘লজ্জা’ প্রদর্শনী ভারতের পশ্চিমবঙ্গ সরকার বন্ধ করে দিয়েছে। এই ঘটনার কথা জানানোর জন্য তিনি এক ফেসবুক পোস্টে করেন, “মমতা ব্যানার্জি আজ আমার নাটক 'লজ্জা' পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করেছেন। গোবরডাঙ্গা এবং হুগলির পাণ্ডুয়ার নাট্যউৎসবে এটি প্রদর্শিত হওয়ার কথা ছিল।”

তিনি পুলিশের মন্তব্যের প্রেক্ষিতে লিখেছেন, “পুলিশ জানিয়েছে, 'লজ্জা' নাটক মঞ্চস্থ হলে মুসলিমরা দাঙ্গা বাঁধাতে পারে। মুসলিমদের দাঙ্গা বাঁধানোর আশঙ্কা জুড়ে দিয়ে, সম্পর্কের টানাপোড়েন নিয়ে লেখা আমার মেগাসিরিয়াল 'দুঃসহবাস', যা টেলিভিশনের আকাশ ৮ চ্যানেলে সম্প্রচার হওয়ার কথা ছিল, সেটিও রাজ্য সরকার বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের একটি ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের মুসলিমরা কেন দাঙ্গা বাঁধাবে, সেটা আমার কাছে অস্পষ্ট।”

তিনি আরও জানান, “যাদের দাঙ্গা বাঁধানোর উদ্দেশ্য রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শিল্প ও সাহিত্যকে নিষিদ্ধ করা হচ্ছে কেন? শিল্পী এবং সাহিত্যিকদের কণ্ঠরোধ করা হচ্ছে কেন? এ সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমি কত যুগ একা একা চেষ্টা করব? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার দায়িত্ব আর কারো নেই?”

মিজান/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে