ঢাকা, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
Sharenews24

খারাপ কোম্পানি তালিকাভুক্তির কারণে বর্তমান অবস্থায় পৌঁছেছে শেয়ারবাজার

২০২৪ ডিসেম্বর ০৩ ১৭:৪৫:১৯
খারাপ কোম্পানি তালিকাভুক্তির কারণে বর্তমান অবস্থায় পৌঁছেছে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সেচেঞ্জের (ডিএসই) স্বতন্ত্র পরিচালক ও আর্মি ইন্সটিটিউট অব বিজনের অ্যাডমিনিস্ট্রেশনের ডিজি মেজর জেনারেল (অব:) মোহাম্মদ কামরুজ্জামান, এমবিএ বলেছেন, শেয়ারবাজারে যত বেশি ভালো মানের কোম্পানি থাকবে শেয়ারবাজার তত বেশি উন্নত হবে। অতীতে বেশ কিছু খারাপ কোম্পানি তালিকাভুক্ত হবার কারণে শেয়ারবাজার বর্তমান অবস্থায় পৌঁছেছে। আমরা আশা করি আগামীতে ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি তালিকাভুক্ত হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ডিএসইর ট্রেনিং একাডেমিতে সাভারের আর্মি ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের আয়োজিত পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য শেয়ারবাজার কেন্দ্রিক একাডেমিক শিক্ষা সচেতনতামূলক কর্মশালায় তিনি এ কথা বলেন।

কর্মশালায় ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্বিক আহমেদ শাহ বলেন, আজকের প্রোগ্রামটি শেয়ারবাজার সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করায় আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। আপনারা এই কর্মশালা থেকে শেয়ারবাজার সম্পর্কে বাস্তবধর্মী জ্ঞান অর্জন করতে পারবেন। যা ভবিষ্যতে আপনাদের শেয়ারবাজারে বিনিয়োগ এবং কর্মক্ষেত্রে সহায়তা করবে।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল-আমিন রহমান। মূল প্রবন্ধে তিনি শেয়ারবাজার সম্পর্কে প্রাথমিক ধারণা ও শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি, শেয়ারবাজারের প্রবৃদ্ধি ও বিনিয়োগ কৌশলসহ বিভিন্ন বিষয়ের আলোকপাত করেন।

সমাপনী বক্তব্যে ডিএসই’র পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, শেয়ংারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে কখন, কোথায় এবং কেন বিনিয়োগ করবেন তা জানা প্রয়োজন। এই জন্য বিনিয়োগ শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমোশনাল হয়ে বিনিয়োগ করা যাবে না। এছাড়াও কোম্পানির পারফরমেন্স ও উদ্যোক্তা, পরিচালক দেখে শেয়ারের দাম যখন কম থাকে তখন বিনিয়োগ করতে হবে।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে শেয়ারবাজারে অনেক নিম্নমানের আইপিও এসেছে। যা শেয়ারবাজারকে ক্ষতিগ্রস্ত করেছে। এজন্য নিম্নমানের আইপিও বন্ধের বিষয়ে পদক্ষেপ নেয়া হয়েছে । এছাড়া বিদেশে টাকা পাচার বন্ধ করা হয়েছে। যেটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে