ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

১৭ জানুয়ারি মেডিকেলে ভর্তি পরীক্ষা শুরু, কমছে মূল্যায়ন নম্বর

২০২৪ নভেম্বর ১২ ২০:২০:২৮
১৭ জানুয়ারি মেডিকেলে ভর্তি পরীক্ষা শুরু, কমছে মূল্যায়ন নম্বর

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মেডিকেলে এমবিবিএস ভর্তি পরীক্ষা। এবার ভর্তি পরীক্ষার মূল্যায়ন ৩০০ নয়, হবে ২০০ নম্বরে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এবার উচ্চ মাধ্যমিকের কয়েকটি বিষয়ে পরীক্ষা না হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ৩ বছরে কিস্তিতে পরিশোধ করা যাবে বেসরকারি মেডিকেলের ভর্তি ফি।

এই বছর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয় গত ৩০ জুন। জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে তিন দফা স্থগিত করা হয় পরীক্ষা। শেষ পর্যন্ত ৬টি বিষয়ে কোনো পরীক্ষা হয়নি। সেই বিষয়গুলোতে মাধ্যমিকে পাওয়া নম্বর অনুযায়ী ঘোষণা হয় উচ্চ মাধ্যমিকের ফল।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে পরীক্ষা না হওয়ায় এবার এমবিবিএস ভর্তি পরীক্ষার মূল্যায়ন ৩০০ নম্বরের বদলে হবে ২০০ নম্বরে। তবে আগের মতোই ১০০ নম্বরে হবে এমসিকিউ পরীক্ষা। আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে থাকছে ৫০ করে ১০০ নম্বর।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল ইসলাম সুমন বলেন, ‘আগে এইচএসসির জন্য ১২৫ এবং এইচএসসির জন্য ৭৫ আর এমসিকিউতে ১০০ এই ৩০০ নম্বরের মধ্যে পরীক্ষা হতো। এ বছর এই পরীক্ষাগুলো যেহতু হয়নি এবং এগুলোতে এগ্রিগেটের ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে, এজন্য সিদ্ধান্ত হয়েছে যে এইচএসসির ওয়েটেকসটা একটু কমিয়ে দেওয়া হবে। এ জন্য ২০০ নম্বরের মধ্যে এবার পরীক্ষা হবে।’

তিনি জানান, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিলে আগে ৫ নম্বর কাটা গেলেও এবার তা করা হয়েছে ৩। আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ব্যবধান দুই বছরের বেশি থাকলে পরীক্ষায় অংশ নেওয়া যেত না। কিন্তু এবার ব্যবধান ৩ বছর হলেও অংশ নেওয়া যাবে।

অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘এটা সেই পরীক্ষা যার মাধ্যমে আমরা সেই চিকিৎসক তৈরি করব যারা আমার চিকিৎসা করবে, আপনার চিকিৎসা করবে। সুতরাং আমরা এটুকু আশ্বস্ত করতে পারি যে আমাদের তরফ থেকে শতভাগ প্রচেষ্টা আছে, কোনোভাবেই যেন কোনো বিতর্কিত দুর্নীতিবাজ কেউ যেন এই ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট না থাকতে পারে।’

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি ফি ১৯ লাখ ৪৪ হাজার টাকা। পুরো টাকা ভর্তির সময় নেয় কলেজগুলো। তবে এবার থেকে ভর্তির সময় ৬০ ভাগ, পরের ২০ ভাগ দেড় বছর এবং শেষ ২০ ভাগ টাকা পরিশোধ করা যাবে সাড়ে তিন বছরের মধ্যে।

সালাউদ্দিন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে