ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
Sharenews24

অক্টোবরে ব্যাংক খাতে সোয়া ৪ হাজার কোটি টাকা ফেরত এসেছে

২০২৪ নভেম্বর ১১ ১৭:০১:০৬
অক্টোবরে ব্যাংক খাতে সোয়া ৪ হাজার কোটি টাকা ফেরত এসেছে

নিজস্ব প্রতিবেদক : আস্থা সংকট কাটিয়ে আবারও ব্যাংকে টাকা জমা রাখছেন গ্রাহকরা। এর আগে, আগস্টে ক্ষমতার পালাবদলে অনিশ্চয়তার মধ্যে হুমড়ি খেয়ে ব্যাংক থেকে টাকা তোলা শুরু করেছিলেন তারা।

পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে জানিয়ে ব্যাংকাররা বলেছেন, আমানতের বিপরীতে ও বন্ডে বিনিয়োগের উচ্চ সুদহারের পাশাপাশি কিছু ‘দুর্বল’ ব্যাংক ঘিরে গ্রাহকদের মধ্যে যে আস্থাহীনতা শুরু হয়েছিল তার প্রভাব কমে এসেছে।

অক্টোবর মাসে ব্যাংক ব্যবস্থায় জমা টাকার পরিমাণ সেপ্টেম্বরের তুলনায় ৪ হাজার ২০৯ কোটি টাকা বেড়েছে। সেপ্টেম্বরে ব্যাংকের ফেরত এসেছিল ৮ হাজার ৮৮১ কোটি টাকা।

গণমাধ্যমকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, অক্টোবর মাসে ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৭৯ হাজার ৩৪৪ কোটি টাকা।

তারিক/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে