ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

নির্দিষ্ট সময়ে ডিভিডেন্ড প্রদান না করলে ১০ কোম্পানি পরিচালকদের জরিমানার সিদ্ধান্ত

২০২৪ নভেম্বর ১০ ১৭:৫৫:৫১
নির্দিষ্ট সময়ে ডিভিডেন্ড প্রদান না করলে ১০ কোম্পানি পরিচালকদের জরিমানার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নির্দেশ মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে অপরিশোধিত ডিভিডেন্ড প্রদান না করলে ইস্যুয়ার কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচাকলকে জরিমানার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

রোববার (১০ নভেম্বর) বিএসইসির ৯৩০ তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৯ কোম্পানির অপরিশোধিত ডিভিডেন্ড আগামী ১৫ ডিসেম্বর এবং এক কোম্পানি অপরিশোধিত ডিভিডেন্ড আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রদান করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অন্যথায় ইস্যুয়ার কোম্পানির ব্যবস্থপনা পরিচাকসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতিত) ব্যক্তিগত তহবিল হতে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সাফকো স্পিনিংয়ের প্রত্যেক পরিচালককে ২০ লাখ টাকা করে, প্যাসিফিক ডেনিমসের প্রত্যেক পরিচালককে ১৩ লাখ টাকা করে, লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের প্রত্যেক পরিচালককে ২ কোটি ৩৫ লাখ টাকা করে, ওরিজা এগ্রোর প্রত্যেক পরিচালককে ৪৭ লাখ টাকা করে, মামুন এগ্রোর প্রত্যেক পরিচালককে ১৩ লাখ টাকা করে, কৃষিবিদ ফিডের প্রত্যেক পরিচালককে ১০ লাখ টাকা করে, কৃষিবিদ সীডের প্রত্যেক পরিচালককে ১০ লাখ টাকা করে, বিডি পেইন্টসের প্রত্যেক পরিচালককে ৯৭ লাখ টাকা করে এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেনের প্রত্যেক পরিচালককে ১ কোটি ৯১ লাখ টাকা করে জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই ৯ কোম্পানিকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে অপরিশোধিত ডিভিডেন্ড প্রদান করতে হবে।

এছাড়া বিএসইসির ৯২৯তম সভায় অ্যাডভেন্ট ফার্মাকে অপরিশোধিত ডিভিডেন্ড ৩০ নভেম্বরের মধ্যে প্রদান করতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে অপরিশোধিত ডিভিডেন্ড প্রদান না করলে ইস্যুর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে ৪ লাখ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে