ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
Sharenews24

‘লাদাখে দিল্লির সমপরিমাণ জায়গা দখল করেছে চীন’

২০২৪ সেপ্টেম্বর ১১ ১৮:০১:৪১
‘লাদাখে দিল্লির সমপরিমাণ জায়গা দখল করেছে চীন’

আন্তর্জাতিক ডেস্ক : লাদাখে ৪ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে চীন বলে অভিযোগ রাহুল গান্ধীর। এ বিষয়ে ভারতের গণমাধ্যমগুলো কোন তথ্য প্রকাশ করেনি বলেও দাবি করেন তিনি।

বুধবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

রাহুল বলেন, ‘লাদাখে নয়াদিল্লির আয়তনের সমান ৪ হাজার বর্গ কিলোমিটার এলাকা ভূমি দখল করেছে চীনা সৈন্যরা। আমি মনে করি এটি একটি বিপর্যয়’।

তিনি বলেন, “একটি প্রতিবেশী আপনার ভূখণ্ডের চার হাজার বর্গ কিলোমিটার দখল করলে আমেরিকা কীভাবে প্রতিক্রিয়া জানাবে? কোনো প্রেসিডেন্ট কি এই বলে পার পেয়ে যাবেন যে তিনি দেশ ভালোভাবে পরিচালনা করেছেন?

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে চারদিনের একটি বেসরকারি সফর করেছেন রাহুল। গতকাল তার এই সফর শেষ হয়েছে।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে