ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
Sharenews24

মাঠ করতে নৌকার প্রয়োজন নেই

২০২৪ আগস্ট ৩১ ১৭:২১:০৯
মাঠ করতে নৌকার প্রয়োজন নেই

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান ফারুক আহমেদ বলেছেন, মাঠ করতে নৌকার বা স্কয়ার শেইপ দরকার নেই। ওভাল শেইপ হলে হয়। শনিবার (৩১ আগস্ট) পূর্বাচলে স্টেডিয়ামের জন্য বরাদ্দকৃত জায়গা দেখতে দিয়ে এ কথা বলেন।

ফারুক আহমেদ বলেন, আগেই উল্লেখ করেছি, একটা পরামর্শক গ্রুপে বিনিয়োগ হয়েছে। ওইটার ভিত্তিতেই বড় কোন পরিবর্তন না করে, একদিনেই তো সব করা সম্ভব না। প্রথমে মাঠ, ড্রেসিংরুম এভাবে করতে হবে। ওদের প্ল্যান এখনও দেখিনি, সেগুলো দেখে-বুঝে প্রথমেই মাঠ করার চিন্তা আমাদের।’

এদিকে ঘরের মাঠে ২০৩১ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে একটি স্টেডিয়াম বানানোর পরিকল্পনা শোনা যাচ্ছে। এ নিয়ে ফারুকের মন্তব্য, বছরখানেক পর বিসিবির নির্বাচন। এর মাধ্যমে আসা নির্বাচিত কমিটিই স্টেডিয়ামের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সাবেক প্রধানমন্ত্রীর নামেই স্টেডিয়াম হবে কি না প্রশ্নে তিনি বলেন, ‘এটা ক্রিকেট বোর্ডে... এটা ক্রীড়া মন্ত্রণালয়ে আছে। সবাই মিলে একটা সিদ্ধান্ত হবে।’

এস/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে