ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
Sharenews24

শিবির সভাপতির সেই ছবি নিয়ে মুখ খুললেন রুহুল আমিন সাদী

২০২৫ এপ্রিল ১৫ ১৬:২১:০৮
শিবির সভাপতির সেই ছবি নিয়ে মুখ খুললেন রুহুল আমিন সাদী

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ের আলোচিত এক ছবি নিয়ে মুখ খুলেছেন বিশিষ্ট লেখক ও গবেষক রুহুল আমিন সাদী। ছবিতে দেখা যায়, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ইসলামিক ফাউন্ডেশনের এক কনফারেন্স কক্ষে বসা, পেছনে দাঁড়িয়ে আছেন সাদীসহ অনেকে। এ ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা গুঞ্জন।

মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে রুহুল আমিন সাদী বলেন, “ছবিটি নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। প্রকৃতপক্ষে, ওই দিন ‘মার্চ ফর গাজা’-এর দাওয়াতি মেহমানদের ইসলামিক ফাউন্ডেশনের কনফারেন্স রুমে জড়ো হতে বলা হয়েছিল। জাহিদও সেখানে অতিথি হিসেবেই উপস্থিত ছিলেন।”

সাদী জানান, “আগেই সিদ্ধান্ত ছিল, সবাই গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে মঞ্চে দাঁড়াবেন। বক্তব্য কেউই দেবেন না; বরং সবার বক্তব্য একত্রে প্রস্তাবনায় তুলে ধরা হবে।”

তিনি আরও লিখেন, “আমি শায়খ আহমাদুল্লাহ সাহেবের সঙ্গে পেছনে এসে দাঁড়াই। জাহিদ নিজের সিট থেকে উঠে আমাকে সেখানে বসিয়ে দেন। এত বড় একটি সংগঠনের সভাপতি হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো অহংকার নেই সব সময় হাস্যোজ্জ্বল এবং বিনয়ী।”

সাদী এ ঘটনাকে তুলে ধরেন বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির বিপরীতে একটি ব্যতিক্রমী উদাহরণ হিসেবে।

“যেখানে রাজনৈতিক চেয়ার নিয়ে ধাক্কাধাক্কি হয়, প্রেস রিলিজে নামের আগে-পরে নিয়ে পর্যন্ত সংঘর্ষ হয়, সেখানে শিবির সভাপতির এমন আচরণ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।”

পোস্টের শেষাংশে সাদী লেখেন, “আমরা যে স্লোগান দেই এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী, এই বিজয় ইনশাআল্লাহ আসবে এই রকম বিনয়ী, ডেডিকেটেড তরুণদের হাত ধরে।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে