ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
Sharenews24

সৌদিতে শুরু হয়েছে বড় ধরপাকড়

২০২৫ এপ্রিল ১৫ ১২:০৭:১৩
সৌদিতে শুরু হয়েছে বড় ধরপাকড়

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে চলমান অভিযানেই প্রতিনিয়ত গ্রেপ্তার হচ্ছেন হাজার হাজার প্রবাসী। গত সপ্তাহে (৩ থেকে ৯ এপ্রিল) এ অভিযানেই আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ১৮ হাজার ৬৬৯ জন প্রবাসীকে।

গালফ নিউজের খবরে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়, আবাসন, শ্রম এবং সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল সংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

আবাসন আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার: ১১,৮১৩ জন

সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার: ৪,৩৬৬ জন

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার: ২,৪৯০ জন

এ ছাড়া সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের সময় ধরা পড়েছে আরও ১,৪৯৭ জন অভিবাসী।তাদের মধ্যে:

৬৯% ইথিওপিয়ান,

২৭% ইয়েমেনি,

এবং ৪% অন্যান্য দেশের নাগরিক।

অবৈধভাবে সৌদি আরব থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ৫১ জন ধরা পড়েছে। এ ছাড়া আইন লঙ্ঘনকারীদের আশ্রয়, পরিবহন ও নিয়োগে জড়িত থাকার দায়ে ১৭ জন ব্যক্তিকেও আটক করা হয়েছে।

গত এক সপ্তাহে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮,১২৬ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে “যারা অবৈধ অভিবাসীদের আশ্রয়, পরিবহন বা কাজে নিয়োগ দেয়, তাদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। সেই সঙ্গে যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করার ব্যবস্থাও রয়েছে।”

সৌদি আরবের বিভিন্ন শহরে নিয়মিত চলছে এমন অভিযান। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ও শ্রমবাজার নিয়ন্ত্রণে রাখতে এই ধরপাকড় অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে