ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
Sharenews24

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন

২০২৫ এপ্রিল ১৬ ০০:২৩:৪১
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে একটি খড়ের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ সাতখামার এলাকায় সাদ্দামের গ্রামের বাড়ির প্রাচীরের পাশেই এই অগ্নিকাণ্ড ঘটে।

প্রায় এক ঘণ্টা চেষ্টা করে বোদা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডের কারণে মূল বাড়ির কোনো ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিস এখনও নিশ্চিত হতে পারেনি যে, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে।

এদিকে, সাদ্দামের বাড়ির এই অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে বলা হয়েছে ‘সন্ত্রাসীরা আবারও আগুন দিয়েছে।’ তারা উল্লেখ করেছে, সাদ্দামের পরিবারের সদস্যরা কোনো রকমে জীবন রক্ষা পেয়েছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সাদ্দাম হোসেনের বাড়ির প্রাচীরসংলগ্ন খড় ও খড়ি রাখার ঘরে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর তারা যুক্তিসঙ্গত সময়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাদ্দাম হোসেনের মা আনোয়ারা বেগম বলেন, “মধ্যরাতে কে বা কারা আমাদের খড়ের ঘরে আগুন দেয়। প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে চিৎকার করেন এবং আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করেন। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। যদি তারা সময়মতো না আসতেন, তবে আগুন আমাদের থাকার ঘরেও লাগতে পারতো। আমরা চাই প্রশাসন এই ঘটনায় তদন্ত করে আগুন দেওয়াদের শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করুক।”

বোদা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর রায়হান ইসলাম বলেন, “সাদ্দাম হোসেনের বাড়ির খড় ও খড়ি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে আগুনের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।”

আটোয়ারী থানার ওসি রফিকুল ইসলাম সরকার জানান, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ঘটনায় কে বা কারা দায়ী, তা খতিয়ে দেখা হচ্ছে।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে