ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
Sharenews24

মতিঝিলে রাজউকের মূল্যবান ৫১ প্লট বেদখল

২০২৫ এপ্রিল ১৬ ০০:৩২:২০
মতিঝিলে রাজউকের মূল্যবান ৫১ প্লট বেদখল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ৫১টি বাণিজ্যিক প্লট ১৬ বছর ধরে বেদখল অবস্থায় রয়েছে। সরকারি হিসাবে প্রতি কাঠার মূল্য ৩ কোটি টাকা ধরে এর মোট মূল্য ১ হাজার ৬৭০ কোটি ৪৩ লাখ টাকা।

তবে স্থানীয় মালিকদের দাবি, বাস্তবে ওই এলাকার জমির মূল্য অন্তত ৫ কোটি টাকা প্রতি কাঠা। বছরের পর বছর ধরে হীরার মতো মূল্যবান এই ৫১ প্লটের বিষয়ে রাজউক নির্লিপ্ত থেকেছে।

৫১ প্লট বেদখলের ঘটনা প্রথম প্রকাশ পায় ২০১৮-১৯ অর্থবছরের হিসাবসংক্রান্ত কমপ্লায়েন্স অডিট কমিটির প্রতিবেদনে। সেই প্রতিবেদন অনুযায়ী, মতিঝিলের ৫৫৬ দশমিক ৮১ কাঠা বাণিজ্যিক প্লট বেদখল রয়েছে, যেখানে অবৈধ দোকান, স্থাপনা, গাড়ির গ্যারেজ এবং কাউন্টার নির্মাণের সুযোগ দিয়েছে। এ অবস্থায় সরকারের ক্ষতির পরিমাণ ১ হাজার ৬৭০ কোটি ৪৩ লাখ টাকায় দাঁড়িয়েছে, যা রাজউকের অবহেলার কারণ।

নিরীক্ষা প্রতিবেদনে রাজউক কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ারোপ করা হয়েছে, যারা যথাসময়ে পদক্ষেপ নেননি এবং ফলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের পেছনে অবস্থিত বক্স কালভার্ট রোডে ৫৩টি প্লটের মধ্যে ৫১ প্লট বেদখল হয়ে গেছে। স্থানীয় রাজনৈতিক এবং অরাজনৈতিক প্রভাবশালীরা এই প্লট দখলে নিয়েছে, অবৈধভাবে অস্থায়ী স্থাপনা তৈরি করে ভাড়া দিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানকে।

প্রায় ১৫০টি স্থাপনার মধ্যে তানভীর অটো পার্টসের মালিক আব্দুল বারেক বলেন, তারা ১৫ বছরের জন্য জমিতে ব্যবসা করছেন এবং স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে ভাড়া নিয়েছেন। অন্যদিকে জনতা অটো পার্টসের মালিক মোশাররফ হোসেন জানান, তিনি যুক্তরাষ্ট্র প্রবাসীর কাছ থেকে ভাড়া নিয়েছেন।

স্থানীয় দোকানদাররা অভিযোগ করে বলেন, এসব বেদখলকৃত স্থাপনা থেকে তৎকালীন আওয়ামী লীগের স্থানীয় নেতারা ভাড়া তুলতেন। তাদের ধারণা, স্থানীয় নেতারাই প্লটগুলো দখল করে নিয়েছেন এবং এখন তাদের অনুসারীরা সেই ভাড়া সংগ্রহ করছেন।

রাজউকের পরিচালক (এস্টেট ও ভূমি) এহসানুল মামুন জানান, বিগত বছরগুলোতে রাজউক এসব প্লট নিয়ে কিছু উদ্যোগ নিলেও কার্যক্রম স্থবির হয়ে যায়। তিনি জানান, রাজউকের পক্ষ থেকে বেদখলকৃত প্লট উদ্ধারের জন্য আটটি কমিটি গঠন করা হয়েছে এবং শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, তারা মতিঝিলের বেদখল প্লটগুলো সম্পর্কে অবগত আছেন এবং সেবিষয়ে তালিকা তৈরি হচ্ছে।

মারুফ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে