ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

শেয়ারবাজারের ১০ প্রতিষ্ঠানের সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর বৈঠক

২০২৫ এপ্রিল ১৫ ২৩:১৩:১১
শেয়ারবাজারের ১০ প্রতিষ্ঠানের সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী আগামীকাল (১৬ এপ্রিল) বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে শেয়ারবাজার সংশ্লিষ্ট শীর্ষ ১০ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকের উদ্দেশ্য হলো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কে শক্তিশালী করা এবং শেয়ারবাজার উন্নয়নের পথ প্রশস্ত করা।

বৈঠকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর এবং ফারজানা লালারুখের সঙ্গে শেয়ারবাজার উন্নয়ন কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. সাদেকুল ইসলাম এবং বিমা ও শেয়ারবাজার অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব উপস্থিত থাকবেন।

এ ছাড়া বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর চেয়ারম্যান, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিদের।

বিএসইসির পাঠানো এক চিঠিতে সকল সংশ্লিষ্ট পক্ষকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। উক্ত সভা বিএসইসিকে অধিকতর শক্তিশালীকরণ এবং দেশের শেয়ারবাজার উন্নয়নের লক্ষ্যে গঠিত কমিটির তৃতীয় সভা হিসেবে গুরুত্বপূর্ণ হবে।

এর আগে গত ১৭ মার্চ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটি সার্কুলারের মাধ্যমে এই কমিটি গঠন করে। ড. আনিসুজ্জামান চৌধুরীকে সভাপতি করে গঠিত ৪ সদস্যের এই কমিটি দেশের শেয়ারবাজারের উন্নয়ন এবং বিএসইসিকে অধিকতর শক্তিশালী করার জন্য কাজ করছে।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে