ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
Sharenews24

ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা

২০২৫ এপ্রিল ১৫ ১১:৫৮:৩৪
ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রস্তুতি এগিয়ে চলেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ এক বিজ্ঞপ্তিতে নির্বাচন আয়োজনের টাইমলাইন ঘোষণা করেছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী মে মাসের প্রথমার্ধে ডাকসু নির্বাচন কমিশন গঠন করা হবে, এবং মে মাসের মাঝামাঝিতে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, "ডাকসু বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। শিক্ষার্থীরাও এ নিয়ে যথেষ্ট আগ্রহ দেখিয়ে আসছেন। এ কারণেই প্রশাসন আন্তরিকতার সঙ্গে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।"

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকেই বিভিন্ন অংশীজনের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করেছে প্রশাসন। এই আলোচনার ভিত্তিতেই একটি সুসংগঠিত পথনকশা (রোডম্যাপ) তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ, দীর্ঘ ২৮ বছর পর। এরপর থেকে নতুন নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মাঝে জোর দাবি ওঠে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত এই নতুন উদ্যোগে শিক্ষার্থীরা আশাবাদী যে শিগগিরই ডাকসুর নির্বাচনী কর্মকাণ্ড চূড়ান্ত রূপ পাবে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে