ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
Sharenews24

চালের দাম নিয়ে সুসংবাদ দিলেন বাণিজ্য উপদেষ্টা

২০২৫ এপ্রিল ১৫ ২০:৫৫:১৬
চালের দাম নিয়ে সুসংবাদ দিলেন বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : চালের দাম নিয়ে আশার বাণী শোনালেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানিয়েছেন আগামী দুই সপ্তাহের মধ্যে বাজারে নতুন বোরো ধানের চাল আসবে যার ফলে চালের দাম আরও সহনীয় পর্যায়ে নামবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয় পর্যালোচনা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। তিনি বলেন, “দুঃখজনকভাবে বেশ কিছুদিন ধরেই চালের দাম বেড়ে আছে। তবে দুই সপ্তাহের মধ্যেই বাজারে নতুন বোরো ধানের চাল আসবে যা মূল্য পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক করে তুলবে।”

উপদেষ্টা আরও বলেন, “চিকন চাল, বিশেষ করে নাজিরশাইল ও মিনিকেট, মূলত বোরো মৌসুম থেকেই আসে। এ বছর আবহাওয়া ও বিদ্যুতের অবস্থা ভালো ছিল, সারেরও কোনো ঘাটতি হয়নি। তাই আমরা আশাবাদী যে এবার ফসলেও বরকত হবে।”

তিনি উল্লেখ করেন, “কৃষিপণ্য একটি গতিশীল জিনিস। তবুও আমরা সব পণ্যে তীক্ষ্ণ দৃষ্টি রেখে যথাযথ ব্যবস্থাপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে