ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

শেখ হাসিনার সৌদিতে আশ্রয় নিয়ে যা বললেন সৌদি রাষ্ট্রদূত

২০২৪ আগস্ট ১৪ ২২:০৫:৩৪
শেখ হাসিনার সৌদিতে আশ্রয় নিয়ে যা বললেন সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন।

এরইমধ্যে শোনা যাচ্ছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয়ের জন্য চেষ্টা করেছেন তিনি। তবে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান বলেছেন, সৌদিতে হাসিনার আশ্রয় চাওয়া সম্পর্কে অবগত নন তিনি।

শেখ হাসিনা সৌদিতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। এই বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘এরকম কিছু আমি শুনিনি’।

আজ বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই তথ্য জানান সৌদি রাষ্ট্রদূত।

এদিকে, ভারতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে না যাওয়া পর্যন্ত সময় দেওয়া হয়েছে বলে সর্বদলীয় বৈঠকে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বিভিন্ন গণমাধ্যমের খবর, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের আশ্রয়ের আবেদন করে কাজ হয়নি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার। তাই তৃতীয় কোনো দেশে পাড়ি জমাতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন তিনি। এতে ভারত সরকারও সহায়তা করছে।

হাসিনার পরবর্তী পরিকল্পনা কী, তা তিনি ভারত সরকারকে জানালে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে