ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ভারতে বাজেট ইস্যুতে সংসদের ভেতরে-বাইরে বিক্ষোভ

২০২৪ জুলাই ২৫ ১০:৪১:০৬
ভারতে বাজেট ইস্যুতে সংসদের ভেতরে-বাইরে বিক্ষোভ

আন্তর্জাতিক প্রতিবেদক : ভারতের কেন্দ্রীয় বাজেটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘কুর্সি বাঁচাও বাজেট’ বলে অভিহিত করেছে বিরোধী পক্ষ।

বাজেটের বিরুদ্ধে বুধবার সংসদ ভবনের ভেতরে ও বাইরে বিক্ষোভে ফেটে পড়ল।

বিরোধীদের অভিযোগ, এই বাজেটের মূল লক্ষ্য অন্ধ্র প্রদেশ ও বিহারকে খুশি রাখা, যাতে দুই শরিক তেলেগু দেশম পার্টি (টিডিপি) ও জনতা দল সংযুক্ত (জেডিইউ) জোট না ছাড়ে। দুই দলের দুই মুখ্যমন্ত্রী যথাক্রমে চন্দ্রবাবু নাইডু ও নীতীশ কুমার সরকার থেকে সমর্থন তুলে না নেন।

বিরোধীদের বলছেন, বাজেট প্রস্তুতের সময় প্রধানমন্ত্রী মোদির একমাত্র উদ্দেশ্য ছিল দুই শরিককে সন্তুষ্ট রাখা, সংসদে যাদের মোট সদস্য ২৮। যে কারণে এই বাজেটে অন্য সব রাজ্য বঞ্চিত হয়েছে।

এমনকি চলতি বছরের শেষে যে চার বিধানসভার ভোট রয়েছে, যেমন মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খন্ড ও জম্মু–কাশ্মীর, উপেক্ষিত হয়েছে তারাও।

এ বঞ্চনার প্রতিবাদে আগামী শনিবার (২৭ জুলাই) নীতি আয়োগের বৈঠকে কংগ্রেসের কোনো মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন না। এমনকি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও ওই বৈঠক বর্জন করবেন বলে জানিয়ে দিয়েছেন। মঙ্গলবার (২৩ জুলাই) দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এদিন সকালে সংসদের অধিবেশন শুরুর আগেই ইন্ডিয়া জোটের সাংসদেরা সংসদ ভবনের দরজার সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান।

এতে অংশ নেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, এসপি, এনসিপি (শারদ), শিবসেনাসহ (উদ্ধব) ইন্ডিয়া জোটের সদস্যরা। প্ল্যাকার্ডগুলোয় লেখা বাজেটে বঞ্চিত হওয়ার কথা।

বিরোধীরা এ বাজেটকে ‘লজ্জার’, ‘জনবিরোধী’ ও ‘ধ্বংসাত্মক’ বর্ণনা করে বলেন, মোদির চিন্তায় সরকারের অস্তিত্ব রক্ষা ছাড়া আর কিছু ছিল না। তাই সবার স্বার্থ জলাঞ্জলি দিয়ে শুধু দুই শরিকের কথা তিনি ভেবেছেন। রাহুল বলেন, এটা মোদির কুর্সি বাঁচানোর বাজেট।

মিজান/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে