ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

এবারের উপজেলা নির্বাচনে সবচেয়ে কম ভোটার

২০২৪ জুন ০৭ ০৬:২৬:২৪
এবারের উপজেলা নির্বাচনে সবচেয়ে কম ভোটার

নিজস্ব প্রতিবেদক : গত চার উপজেলা নির্বাচনের মধ্যে এবার সবচেয়ে কম ভোট পড়েছে। বুধবার (০৫ জুন) অনুষ্ঠিত চতুর্থ ও শেষ ধাপে চেয়ারম্যান পদে ভোট পড়েছে ৩৪.৭৭ শতাংশ। চার ধাপে গড়ে ভোট পড়েছে ৩৬ শতাংশ।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সবশেষ ২০১৯ সালের পঞ্চম উপজেলা নির্বাচনে গড়ে ৪১ শতাংশের বেশি ভোট পড়ে।

২০১৪ সালে চতুর্থবার ৬১ শতাংশ এবং ২০০৯ সালে তৃতীয়বার ৬৭.৬৯ শতাংশ ভোট পড়ে।

এই হিসেবে গত এক দশকের মধ্যে স্থানীয় সরকারের এই নির্বাচনে ভোটের হার এবারই সবচেয়ে কম।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, এবার ইভিএমে ভোটের হার ছিল ২৯.৭০ শতাংশ; ব্যালট পেপারে ভোটের হার ছিল ৩৫.৬০ শতাংশ। গড়ে এই ধাপে ভোটের হার ৩৪.৭৭ শতাংশ।

গত বুধবার ৬০টি উপজেলায় ভোট হয়। সব চেয়ে বেশি ৬০.৬৮ শতাংশ ভোট পড়ে ভোলার মনপুরায়। সবচেয়ে কম ২০.৮৭ শতাংশ ভোট পড়ে নওগাঁ সদর উপজেলায়।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১ কোটি ৪১ লাখ ৮৭ হাজার ৮৭২ জন। ভোট দিয়েছেন ৪৯ লাখ ৩৩ হাজার ৫৫৫ জন। অর্থাৎ ৩৪.৭৭ শতাংশ।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দেশের মোট ৪৯৫টি উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী সাড়ে ৪০০টি উপজেলায় চার ধাপে ভোট হয় এবার। মেয়াদোত্তীর্ণ হলে বাকি উপজেলাগুলোতে ভোট আয়োজন করবে নির্বাচন কমিশন।

বিএনপির বর্জন করা এ ভোটে প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় ভোট হয় ৮ মে। এসব উপজেলায় গড়ে প্রায় ৩৬ শতাংশ ভোট পড়ে।

এরপর ২১ মে দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় ভোট হয়, ভোটের হার ৩৮ শতাংশ। তৃতীয় ধাপে ২৯ মে ৯০টি উপজেলায় ভোট হয়, ৩৬ শতাংশ ভোট পড়ে।

এরপর গত বুধবার চতুর্থ ও শেষ ধাপ সম্পন্ন হলেও ঘূর্ণিঝড় রিমালে স্থগিত ২০টি উপজেলার নির্বাচন রয়েছে ৯ জুন।

শেয়ারনিউজ, ০৭ জুন ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে