ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ডকে আমন্ত্রণ, আমন্ত্রণ পেলেন না নরেন্দ্র মোদি

২০২৫ জানুয়ারি ১৭ ২০:২১:২৩
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ডকে আমন্ত্রণ, আমন্ত্রণ পেলেন না নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক: আর মাত্র দুই দিন পর ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে শপথ নিতে যাওয়া বিশ্বের ক্ষমতাধর দেশের প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী এবং আন্তর্জাতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আমন্ত্রণ পেলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম নেই আমন্ত্রিত অতিথিদের তালিকায়।

পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণ থাকে। তবে ট্রাম্প রীতি অনুযায়ী আমন্ত্রণ পাঠাতে কোনও কুণ্ঠা দেখাননি। তার শপথ অনুষ্ঠানে ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের নাম উপস্থিত রয়েছে, যার মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও অন্তর্ভুক্ত। কিন্তু মোদির নাম সেই তালিকায় নেই, যা অনেকের মধ্যে বিস্ময় তৈরি করেছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর জানিয়েছেন, তিনি ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, কিন্তু মোদির অন্তর্ভুক্তি না হওয়া বিষয়টি প্রশ্ন উঠিয়েছে। পররাষ্ট্র মন্ত্রক এ নিয়ে মন্তব্য করতে অনিচ্ছুক ছিল।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পের অভিষেকে আমন্ত্রণ পেয়েছেন, তবে উপস্থিত হওয়ার সম্ভাবনা কম। তিনি একটি ঊর্ধ্বতন কর্মকর্তাকে পাঠানোর কথা ভাবছেন, সম্ভবত ভাইস প্রেসিডেন্ট অথবা পররাষ্ট্রমন্ত্রী।

অন্যদিকে, আমন্ত্রিতদের মধ্যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই এবং হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবান রয়েছেন। যদিও অরবান ওই অনুষ্ঠানে থাকতে পারবেন না বলে জানিয়েছেন। এছাড়া এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে এবং ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়াও তালিকায় আছেন।

এছাড়া প্রযুক্তি খাতের শীর্ষ নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে, যেমন ইলন মাস্ক, জেফ বেজোস এবং মার্ক জাকারবার্গ। সকলেই ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে