ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

ব্লকে দশ কোম্পানির বড় লেনদেন

২০২৪ জুন ০৫ ১৫:৪০:২২
ব্লকে দশ কোম্পানির বড় লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (০৫ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৫৮ কোটি ৪২ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে দশ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রূপালী লাইফ ইন্সুরেন্স, বিচ হ্যাচারি, এক্সপ্রেস ইন্সুরেন্স, লাভেলো আইসক্রিম, ফাইন ফুডস, বিএসআরএম লিমিটেড, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, জেএমআই হসপিটাল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। আজ এই দশ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৪৬ কোটি ৮৭ লাখ টাকারও বেশি।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্সুরেন্সের। এদিন কোম্পানিটির ২৩ কোটি ৮৫ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ বিচ হ্যাচারির শেয়ার লেনদেনে হয়েছে ৪ কোটি ৩ লাখ ৭৩ হাজার টাকার।

আর তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে এক্সপ্রেস ইন্সুরেন্সের। আজ কোম্পানিটির ৩ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লাভেলো আইসক্রিমের ৩ কোটি ৪২ লাখ ১৫ হাজার টাকার, ফাইন ফুডসের ২ কোটি ৩৭ লাখ টাকার, বিএসআরএম লিমিটেডের ২ কোটি ৬ লাখ ৪৮ হাজার টাকার, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৯৮ লাখ ৪৫ হাজার টাকার, জেএমআই হসপিটালের ১ কোটি ৮৯ লাখ ৮৫ হাজার টাকার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৮৭ লাখ ৬৫ হাজার টাকার এবং ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ১ কোটি ৫৫ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ০৫ জুন ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে