ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

১৫ অ্যাকাউন্ট থেকে ৬০ কোটি টাকা তুলে নেন বেনজীর

২০২৪ জুন ০১ ১২:৩৬:৫৪
১৫ অ্যাকাউন্ট থেকে ৬০ কোটি টাকা তুলে নেন বেনজীর

নিজস্ব প্রতিবেদক : পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহেমেদ এবং স্ত্রী-সন্তানদের নামে ৩৩টি ব্যাংক হিসাবের সন্ধান পেয়েছিল দুর্নীতি দমন কমিশনের (দুদক)। এর বাইরে আরও ১৫টি ফিক্সড ডিপোজিট (স্থায়ী আমানত) হিসাবের খোঁজ মিলেছে।

তদন্তকারী সংস্থাগুলো বলছে, গত দেড় মাসের ব্যবধানে ফিক্সড ডিপোজিটগুলো ভেঙে ফেলেছেন বেনজীর আহমেদ। ওইসব হিসাবে সুদে-আসলে প্রায় ৬০ কোটি টাকা তুলে নিয়েছেন বেনজীর।

এছাড়া দুদকের তালিকাভুক্ত ৩৩টি হিসাব শাখা থেকেও কিছু টাকা সরিয়ে ফেলা হয়েছে। তবে কত টাকা সরানো হয়েছে, তার কোনো হিসাব বের করতে পারেনি দুদকসহ অন্য তদন্তকারী সংস্থা।

এর আগে গত ২৩ মে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজীর ও তার পরিবারের বিপুল পরিমাণ জমি ও ব্যাংক হিসাব জব্দের আদেশ দেয় আদালত। এরপর আরও কিছু সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের আদেশ আসে। এসব সম্পদ জব্দের প্রক্রিয়া চলছে। এরই মধ্যে ৬ জুন বেনজীরকে দুদকে তলব করা হয়েছে। তার স্ত্রী ও তিন সন্তানকে তলব করা হয়েছে ৯ জুন।

এদিকে, বেনজীর আহমেদ বর্তমানে সিঙ্গাপুর অবস্থান করছেন। পরিস্থিতি তার অনুকূলে এলে হয়তো তিনি দেশে আসতে পারেন এবং দুদকের নোটিসের জবাব দিতে পারেন। আর যদি পরিস্থিতি অনুকূল না হয়, তাহলে তিনি এখন আর দেশে ফিরবেন না। সবকিছু নির্ভর করবে সার্বিক পরিস্থিতির ওপর।

এই বিষয়ে দুদকের এক কর্মকর্তা জানান, বেনজীর আহমেদ দেশে না বাইরে আছেন, সেই বিষয়ে তারা অবগত নন। তাকে ও তার স্ত্রী-সন্তানকে তলব করা হয়েছে। দেখা যাক, তারা আসেন কি না। তারা যদি তলব করার তারিখ পেছানোর আবেদন করেন, তাহলে কমিশন বিষয়টি দেখবে।

শেয়ারনিউজ, ০১ জুন ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে