ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

বয়সসীমা ৩৫ করার দাবিতে টানা অবস্থান কর্মসূচি ঘোষণা

২০২৪ মে ৩১ ২১:২৪:৩৮
বয়সসীমা ৩৫ করার দাবিতে টানা অবস্থান কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে চাকরিপ্রত্যাশী একদল শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা টানা অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।

আজ শুক্রবার (১ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, প্রতিদিন তারা বিকেল ৪টা থেকে রাত আটটা পর্যন্ত রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে । দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

আন্দোলনকারীরা ‘৩০ থেকে মুক্তি চাই, বয়সসীমা ৩৫ চাই’, ‘৩০ এর কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘৩০ এর শৃঙ্খল মানি না, মানবো না‘ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সমাবেশে বক্তারা বলেন, আমরা বয়সসীমা ৩৫ চাই, ত্রিশের বয়সসীমা থাকাতে আমরা আমাদের একাডেমিক পড়াশোনা এবং চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা কোনোটাই ঠিকভাবে করতে পারছি না।

তারা আরও বলেন, আমরা ছাত্রসমাজ চাকুরির বর্তমান বয়সসীমা মানি না, মানবো না৷ যদি স্মার্ট বাংলাদেশ যদি গড়ে তুলতে হয় তবে আমাদের প্রজাতন্ত্রে চাকরি করতে দেওয়ার সুযোগ দিতে হবে। অন্যান্য সকল সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫,৩৬ থাকলেও আমাদের ক্ষেত্রেই কেন ত্রিশের বাধা?

সমাবেশ শেষে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আন্দোলনকারীরা।

শেয়ারনিউজ, ৩১ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে