ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

মাত্র দুই টাকায় ভরপেট খাবার

২০২৪ মে ৩১ ১১:৫৪:৪৪
মাত্র দুই টাকায় ভরপেট খাবার

নিজস্ব প্রতিবেদক : এ সময়ে যেখানে কেবল এক কাপ চা খেতেই যেখানে ৫ টাকা লাগে। সেখানে মাত্র দুই টাকায় মিলছে সাদা ভাত আর মুরগির মাংস। সামান্য টাকায় দুপুরের ভরপেট খাবারের প্যাকেট পেয়ে খুশি পথশিশু ও শ্রমজীবী মানুষ।

হতদরিদ্রদের মুখে হাসি ফোটানোর এ উদ্যোগ ঝিনাইদহের প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুর ২টায় ‘তৃপ্তির হাসি ফুটুক মলিন মুখে’ স্লোগানে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বাসস্ট্যান্ড জামে মসজিদের গেটে এ খাবার বিতরণ করা হয়। প্রতি মাসের নিয়মিত আয়োজনের ৫ম পর্বে দুই শতাধিক মানুষের মুখে এ খাবার তুলে দেওয়া হয়।

সামান্য টাকায় দুপুরের ভরপেট খাবারের প্যাকেট পেয়ে শহরের ঝালমুড়ি বিক্রেতা আশাদুল ইসলাম উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, এটা স্বপ্নের মতো। দুই টাকা কেউ ভিক্ষাও নিতে চায় না। এ টাকায় মাংস দিয়ে ভাত খাচ্ছি– ভাবাই যায় না।

খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ, সাধারণ সম্পাদক এইচ এম জহুরুল ইসলাম, দুই টাকায় হাসি পরিচালনা কমিটির সহ-সমন্বয়ক মারুফ হোসেন।

এ ছাড়া ছিলেন সংগঠনের স্বেচ্ছাসেবক মনিরুল ইসলাম, রিয়াদ হোসেন, ওমর ফারুক, শামসুল কবীর, শাহেদ মাহমুদ, জুবায়ের হুসাইন, ওমর ফারুক, নাজমুল হুসাইন প্রমুখ।

সংগঠনটির সাধারণ সম্পাদক এইচ এম জহুরুল ইসলাম মনে করেন, বিনামূল্যে খাবার দেওয়া হলে শ্রমজীবী মানুষের আত্মসম্মানে আঘাত হবে। তাদের সম্মান রক্ষার্থেই এ ব্যবস্থা।

সভাপতি সাজিদ মাহমুদ বলেন, প্রতিনিয়ত কত টাকা এদিক-সেদিক খরচ হয়। অথচ চারপাশে থাকা শ্রমজীবী ছিন্নমূল মানুষ খাবার পাচ্ছে না। তাদের কথা চিন্তা করেই টং দোকানের আড্ডা বাদ দিয়ে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটানোর প্রতিজ্ঞা করি। এভাবেই পথচলা শুরু।

শেয়ারনিউজ, ৩১ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে