ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন নাঈমুল ইসলাম খান

২০২৪ মে ৩০ ২৩:২১:৫৫
প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন নাঈমুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক : দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটাস এডিটর মোঃ নাঈমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগের অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক প্রশাসন এ. কে. এম. মনিরুজ্জামানের সই করা এক চিঠিতে এতথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘দৈনিক আমাদের নতুন সময়ের ইমেরিটাস এডিটর মোঃ নাঈমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে সচিব পদমর্যাদায় ৭৮ হাজার টাকা নির্ধারিত বেতন ও সরকারি অন্যান্য সুবিধাদিসহ চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে।’

গত ১০ মার্চ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুর পর থেকেই এই পদটি শূণ্য ছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করলে নাঈমুল ইসলাম খানের নিয়োগ চূড়ান্ত হবে।

১৯৫৮ সালে ২১ জানুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন নাঈমুল ইসলাম খান। তাঁর পিতা নুরুল ইসলাম খান ছিলেন রাজনীতিবিদ ও আইনজীবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর নাঈমুল ইসলাম খান ১৯৮২ সালে সক্রিয় সাংবাদিকতায় যুক্ত হন।

১৯৯০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি আজকের কাগজে সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তিনি উপদেষ্টা সম্পাদক হিসেবেও আজকের কাগজে কাজ করেন।

নাঈমুল ইসলাম খান দৈনিক আজকের কাগজ, দৈনিক ভোরের কাগজ ও দৈনিক আমাদের সময় পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শেয়ারনিউজ, ৩০ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে