ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

‘পান খাওয়ার পর থেকে কিছু মনে নেই প্রীতির’

২০২৪ মে ৩০ ২২:৩৩:২৬
‘পান খাওয়ার পর থেকে কিছু মনে নেই প্রীতির’

নিজস্ব প্রতিবেদক : অবশেষে সন্ধান মিলেছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার হালিমার। নিখোঁজের প্রায় ৪০ ঘণ্টা পর বৃহস্পতিবার (৩০ মে) সকালে তিনি নারায়ণগঞ্জের হাইওয়ে থানা পুলিশের কাছে গিয়ে সহায়তা চান। এ সময় তিনি অপহরণ ও ছিনতাইয়ের শিকার হয়েছিলেন বলে দাবি করেন।

বৃহস্পতিবার (৩০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে স্বামীসহ তিনি নারায়ণগঞ্জ থেকে বিজয়নগরের উদ্দেশে রওনা হয়েছেন। বিজয়নগর থানা পুলিশও তাদের সঙ্গে রয়েছে।

প্রীতি খন্দকার বলেন, গত মঙ্গলবার দুপুরে বিজয়নগরের হরষপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় দুই নারী এসে মাদরাসায় যাওয়ার কথা বলেন। আমাকে একটি পান খেতে দেওয়া হয়। পান খাওয়ার পর থেকেই আমার কিছু মনে নেই।

তার দাবি, বৃহস্পতিবার সকালে একটি কালো গাড়ি থেকে তাকে নামিয়ে দেওয়া হয়। এ সময় তিনি জানতে পারেন এটি নারায়ণগঞ্জ। পরে তিনি পুলিশের সহযোগিতা চান। পুলিশের মাধ্যমে তিনি স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন।

প্রীতির স্বামী মাসুদ খন্দকার অভিযোগ করেন, অপহরণ করার পর তার স্ত্রীকে নানাভাবে হুমকি দেওয়া হয়। অপহরণকারীরা তার পরিবার সম্পর্কে সব কিছু জানে। তারা (অপহরণকারীরা) প্রীতির কাছ থেকে টাকা ও স্বর্ণ নিয়ে গাড়ি থেকে রাস্তায় ফেলে রেখে যায়। পুলিশের সহায়তায় প্রীতি রক্ষা পেয়েছে। তাকে বাড়িতে নিয়ে আসা হচ্ছে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল ইসলাম জানান, ওই নারী নিজেই এসে পুলিশের সহায়তা চায়। নিজেকে ভাইস চেয়ারম্যান প্রার্থী বলে পরিচয় দেন। এরপর বিষয়টি পরিবারের পাশাপাশি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়।

শেয়ারনিউজ, ৩০ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে