ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

৩০ শতাংশ ভোটকে ৪৫ শতাংশ দেখানো হয়েছে, অভিযোগ আ.লীগ নেতার

২০২৪ মে ৩০ ২১:৩৪:৩৮
৩০ শতাংশ ভোটকে ৪৫ শতাংশ দেখানো হয়েছে, অভিযোগ আ.লীগ নেতার

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফলে ৩০ শতাংশ ভোটকে ৪৫ শতাংশ দেখানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন কাপ-পিরিচ প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান খোকন।

তিনি ঠাকুরগাঁও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। তিনি আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক।

বৃহস্পতিবার (৩০ মে ) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে খোকন অভিযোগ করেন, ‘ভোটার উপস্থিতি কম ছিল, আমার কাছে বোধগম্য নয়, এখনো আমি সারাদিন পর্যবেক্ষণ করেছি কেন্দ্রগুলোতে; এছাড়াও বন্ধু-বান্ধব, সহকর্মী এবং পর্যবেক্ষক যারা ছিলেন, তাতে আমার কাছে মনে হয়নি কখনো ৪৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। আমার কাছে সর্বোচ্চ মনে হয়েছে ৩০ শতাংশ ভোট পড়েছে। বাকি ভোটটা কীভাবে এলো, এটা নিয়ে আমার সংশয়, দ্বিধা এখনো রয়েছে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘ভোটের এই বিষয়টি তো আর ভূত এসে করেনি, বাইরে থেকে অদৃশ্য কোনো শক্তি করেনি; আমাদের দায়িত্বশীল যে সংস্থাগুলো রয়েছে এদের কোথাও না কোথাও ব্যত্যয় ঘটেছে।’ এ সময় তিনি উপজেলা পরিষদ নির্বাচনে টাকার ছড়াছড়ির অভিযোগ করেন।

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে ১ লাখ ৬ হাজার ৬৫৫ ভোট পেয়ে নির্বাচিন হন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার (মোটরসাইকেল প্রতীক)।

এই বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার বলেন, ‘পরাজিত প্রার্থী কামরুল হাসান খোকন সংবাদ সম্মেলন করে যে অভিযোগ করেছে, তার কোনো ভিত্তি নেই। আমি নিজেই সারাদিন বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে দেখেছি, ভোটাররা উৎসবমূখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে ভোট প্রদান করেছে।’

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো (আনারস প্রতীক) পেয়েছেন ৯২ হাজার ৪২৪ ভোট, সহ-সভাপতি রওশনুল হক তুষার (ঘোড়া প্রতীক) পেয়েছেন ১৪ হাজার ৬৯৯ ভোট ও সাবেক ছাত্রনেতা কামরুল হাসান খোকন (কাপ-পিরিচ প্রতীক) পেয়েছেন ২ হাজার ১৬১ ভোট।

শেয়ারনিউজ, ৩০ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে